Advertisement
২০ এপ্রিল ২০২৪

ভালবাসায় ভাল-ভাষায় আজ একুশে

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত পর্যন্ত বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন।

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৪
Share: Save:

• বুধবার, ২০ ফেব্রুয়ারি ঘড়ির কাঁটা রাত ১২টার ঘর ছুঁতেই সালার থানার বাবলা গ্রামে ভাষা শহিদের জন্মভিটে আবুল বরকতের মূর্তিতে মাল্যদান ও মশাল মিছিল নিয়ে গ্রাম পরিক্রমা।

• আজ, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত পর্যন্ত বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন।

• কৃষ্ণনাথ কলেজে আবুল বরকত স্মৃতি স্তম্ভে মাল্যদান। আগামী ২৬ ফেব্রুয়ারি আলোচনাসভা।

• দুপুর সাড়ে ৩টেয় গ্রান্ট হল প্রাঙ্গণে ‘রূপকথা’ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন। সঙ্গে থাকছে ‘অমৃতকুম্ভ’ ও ‘বাচনিক’।

• বেলডাঙার বেগুনবাড়ি শিশুশিক্ষা কেন্দ্রের উদ্যোগে প্রভাতফেরি ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

• দুপুর ১২টায় সিংঘী হাইস্কুলে লালবাগ মহকুমা তথ্য ও সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন।

• দুপুর ১টায় জঙ্গিপুর কলেজে জঙ্গিপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন।

• দুপুর ২টোয় সারগাছি রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অডিটোরিয়ামে বহরমপুর তথ্য ও সংস্কৃতি কেন্দ্র আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন।

• সকালে কৃষ্ণনাথ কলেজ স্কুল ও আইসিআই-এর প্রাতঃবিভাগের প্রাথমিক বিদ্যালয় দু’টির খুদে পড়ুয়াদের অনুষ্ঠান।

• নওদার আমতলায় বিডিও অফিসের অডিটোরিয়ামে ‘অহনা’ গোষ্ঠী আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাযা দিবস উদ্‌যাপন।

• বহরমপুর কলেজে দুপুর ১১টা থেকে আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা।

• দুপুর ৩টে থেকে বেলডাঙা কলেজের সভাকক্ষে ‘ভাষা ও সংস্কৃতি স্বাধিকার মঞ্চ’-এর মুর্শিদাবাদ জেলা শাখা আয়োজিত অনুষ্ঠান।

• সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্রসদনে ‘কৃষ্টিপথ’ এর অনুষ্ঠান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mother Language Language Program
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE