Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Murshidabad

বল ভেবে খেলতে গিয়ে ফরাক্কায় বোমা ফেটে জখম শিশু

বোমা বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় ফরাক্কা পুলিশ ফাঁড়িতেও। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাহায্যে শিশুটিকে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যায়।

বোমায় আহত শিশু। নিজস্ব চিত্র।

বোমায় আহত শিশু। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৮:২৯
Share: Save:

মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে প্লাস্টিক কুড়োতে কুড়োতে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম এক শিশু। বোমার আঘাতে তার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার দুপুরে মুর্শিদাবাদে ফরাক্কার জানিমোড়ো এলাকায় ঘটনাটি ঘটেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে প্লাস্টিক কুড়োতে বেরিয়েছিল কিসমত সেখ নামে ১১ বছরে ওই শিশু। সেই সময় গোলাকার একটি বস্তু দেখতে পায়। বল ভেবে সেটি নিয়ে খেলতে শুরু করতেই ডান হাতে ফেটে যায় বোমাটি। তার হাতের আঙুলগুলি জখম হয়েছে।

বোমা বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় ফরাক্কা পুলিশ ফাঁড়িতেও। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাহায্যে শিশুটিকে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির মা রুমা বিবি জানিয়েছেন, কিসমত তিলডাঙ্গা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। লকডাউনের জেরে স্কুল বন্ধ। তাই গত ৩ দিন ধরে সে প্লাস্টিক কুড়োতে বেরচ্ছিল অন্যদের সঙ্গে। তার পর এই ঘটনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murshidabad Farakka Bomb Child
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE