Advertisement
২০ এপ্রিল ২০২৪

সংস্কৃতি যেখানে যেমন...

১৩ ও ১৪ জুন কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল নুপুর ড্যান্স অ্যাকাডেমির অনুষ্ঠান ‘সৃষ্টি-২০১৫’। প্রথম দিন আয়োজন করা হয়েছিল কত্থক, ভরতনাট্যম ও সৃজনশীল নাচের এক অনবদ্য সন্ধ্যার। দ্বিতীয় দিনে ‘ছন্দমালীকা’-র গোপা মুখোপাধ্যায় যে ভাবে ‘নহি সামান্যা নারী’তে চিত্রাঙ্গদা চরিত্রটিতে যে ভাবে নতুন আলোকে তুলে ধরেছেন তা দর্শকদের মুগ্ধ করে।

কৃষ্ণনগরে নুপুর ড্যান্স অ্যাকাডেমির অনুষ্ঠানের একটি মুহূর্ত। সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।

কৃষ্ণনগরে নুপুর ড্যান্স অ্যাকাডেমির অনুষ্ঠানের একটি মুহূর্ত। সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি।

শেষ আপডেট: ১৫ জুন ২০১৫ ০৩:০১
Share: Save:

কৃষ্ণনগরে সৃষ্টি-২০১৫’

১৩ ও ১৪ জুন কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল নুপুর ড্যান্স অ্যাকাডেমির অনুষ্ঠান ‘সৃষ্টি-২০১৫’। প্রথম দিন আয়োজন করা হয়েছিল কত্থক, ভরতনাট্যম ও সৃজনশীল নাচের এক অনবদ্য সন্ধ্যার। দ্বিতীয় দিনে ‘ছন্দমালীকা’-র গোপা মুখোপাধ্যায় যে ভাবে ‘নহি সামান্যা নারী’তে চিত্রাঙ্গদা চরিত্রটিতে যে ভাবে নতুন আলোকে তুলে ধরেছেন তা দর্শকদের মুগ্ধ করে। এ দিন কবি অভিমন্যু মাহাতোকে সংবর্ধনাও দেওয়া হয়।

অন্য দিকে, ১৪ জুন সন্ধ্যায় ক্লাব যুবশ্রীর পক্ষ থেকে পাড়ার ছোট ছোট শিশুদের‌ নিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ দিন অবসরপ্রাপ্ত কর্মীদের সংবর্ধনাও দেওয়া হয়। পাশাপাশি কৃষ্ণনগরের রায়পাড়ায় এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে স্পন্দন ওয়েলফেয়ার সোসাইটি। এলাকার কচিকাঁচারা নাচ ও গান পরিবেশন করে। সেই সঙ্গে এলাকার দুই দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীর পড়াশোনা দায়িত্বও নেয় ওই সংস্থা।

নজরুল-জয়ন্তী

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার সারাদিনব্যাপী চাকদহের বসন্তকুমারী বালিকা বিদ্যাপীঠ সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল “মিলন সেতু” সাহিত্য পত্রিকা। এ দিন আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবি-সাহিত্যিক-শিল্পী সম্মেলনের আযোজন করা হয়। কবি রুহুল আমিন হক মণ্ডল, দীনেশ হাজারি, মিহির মিত্র, পত্রিকার সম্পাদক প্রফুল্লকুমার বালা-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE