Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ফরাক্কা ব্যারেজের কাছে জাতীয় সড়কে শক্তিশালী বোমা উদ্ধার

ফরাক্কা ব্যারেজের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে পড়ে থাকা একটি বালতি ঘিরে ছড়াল বোমাতঙ্ক।

উদ্ধার হওয়া বোমা। নিজস্ব ছবি।

উদ্ধার হওয়া বোমা। নিজস্ব ছবি।

নিজস্ব সংবাদদাতা
ফরাক্কা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৫:৫৩
Share: Save:

ফরাক্কা ব্যারেজের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে পড়ে থাকা একটি বালতি ঘিরে ছড়াল বোমাতঙ্ক। ওই বালতির মধ্যে বোমা রাখা আছে বলে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ এসে পৌঁছয়। মালদহ থেকে ঘটনাস্থলে আসে পৌঁছয় বম্ব স্কোয়াড।

বালতির মধ্য তার জড়ানো বস্তু দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। তার পর ওই এলাকা ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন বম্ব স্কোয়াডের অফিসাররা। যার জেরে জাতীয় সড়কের একটি লেন দিয়ে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। বম্ব স্কোয়াড বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে।

ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা জানিয়েছেন, আইডি ধরনের বোমা ছিল সেগুলি। তাই ঠিক সময়ে নিষ্ক্রিয় করা না গেলে বড়সড় ক্ষতির আশঙ্কা ছিল। কারণ, ঘটনাস্থল থেকে ফরাক্কা ব্যারেজের দূরত্ব খুব বেশি নয়। কারা, কী উদ্দেশ্য নিয়ে বোমাগুলিকে সেখানে রেখেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Farakka Barrage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE