Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রচার ডোমকলে

হেরোইন ব্যবসায়ীদের বিরুদ্ধে মিছিল ও পথসভা করল এক সময়ের হেরোইন আসক্ত ৯০ জন ব্যক্তি। রবিবার সন্ধ্যায় ডোমকল বাজার পরিক্রমা করে বিভিন্ন মোড়ে সভাও করেন তাঁরা। তাঁদের দাবি, অনেক কষ্টে তাঁরা নেশামুক্তি ক্যাম্পে গিয়ে নেশা ছেড়েছেন। তাংরা চান না নতুন করে কেউ নেশাসক্ত হোক। তাই তাঁরা পথে মানুষকে সচেতন পথে নেমেছেন। মাস খানেক আগে ডোমকল আজাদ ক্লাবের পরিচালনায় একটি ২২ দিনের নেশামুক্তি শিবির হয়।

নিজস্ব সংবাদদাতা
ডোমকল শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০০:২৯
Share: Save:

হেরোইন ব্যবসায়ীদের বিরুদ্ধে মিছিল ও পথসভা করল এক সময়ের হেরোইন আসক্ত ৯০ জন ব্যক্তি। রবিবার সন্ধ্যায় ডোমকল বাজার পরিক্রমা করে বিভিন্ন মোড়ে সভাও করেন তাঁরা। তাঁদের দাবি, অনেক কষ্টে তাঁরা নেশামুক্তি ক্যাম্পে গিয়ে নেশা ছেড়েছেন। তাংরা চান না নতুন করে কেউ নেশাসক্ত হোক। তাই তাঁরা পথে মানুষকে সচেতন পথে নেমেছেন। মাস খানেক আগে ডোমকল আজাদ ক্লাবের পরিচালনায় একটি ২২ দিনের নেশামুক্তি শিবির হয়। সেখানে চিকিৎসা করিয়ে প্রায় ১০০ জন ব্যক্তি এখন সুস্থ। রবিবার তাঁদের ৯০ জন পথে নামেন। ডোমকলের বাসিন্দা আসরাফুল ইসলাম বলেন, ‘‘নেশায় কী হয় সেটা আমরা বুঝেছি। তাই বাড়ি বাড়ি গিয়েও নেশার বিরুদ্ধে প্রচার করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Domkal Rally drug smuggling police Sunday
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE