Advertisement
১৮ এপ্রিল ২০২৪
fire

রঘুনাথগঞ্জের নার্সিংহোমে আগুন! কাচের জানলা ভেঙে বের করা হল রোগীদের

দমকল সূত্রে খবর, নার্সিংহোমের সিটিস্ক্যান রুম থেকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, সেখানে চিকিত্সাধীন জনা ৩০ রোগীকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও তার পাশের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে।

জানলা ভেঙে বের করে আনা হচ্ছে রোগীদের।—নিজস্ব চিত্র।

জানলা ভেঙে বের করে আনা হচ্ছে রোগীদের।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩৬
Share: Save:

ফের আগুন আতঙ্ক!

মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের কাছেই একটি নার্সিংহোমে ধোঁয়া বেরতে দেখেন সেখানে উপস্থিত কয়েকজন রোগীর আত্মীয়। সঙ্গে সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষকে জানান তাঁরা। এর পর জনাকয়েক রোগীর আত্মীয়-স্বজন এবং নার্সিংহোমের কয়েকজন কর্মীদের সহযোগিতায় দ্রুত রোগীদের উদ্ধারের কাজ শুরু করা হয়। একই সঙ্গে দমকলেও খবর দেওয়া হয়। নার্সিংহোমের দোতলা ও তিনতলার জানলার কাচ ভেঙে রোগীদের দ্রুত বাইরে বের করে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছে নার্সিংহোমের বিদ্যুত্ সংযোগ বন্ধ করেন দমকল কর্মীরা।

দমকল সূত্রে খবর, নার্সিংহোমের সিটিস্ক্যান রুম থেকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। নার্সিংহোম কর্তৃপক্ষ জানান, সেখানে চিকিত্সাধীন জনা ৩০ রোগীকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও তার পাশের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন:
বিয়ে করতে অস্বীকার প্রেমিকের, ডাক্তারি ছাত্রীর ‘আত্মহত্যা’!

বিকেলে সর্বদল বৈঠক, সকালে কার্শিয়াঙে বোমাতঙ্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE