Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পাতায় প্রচার, স্কুলে খাতা দিচ্ছে রাজ্য

প্রশাসন সূত্রে জানা যায়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের তিনটি করে খাতা দেওয়া হবে। নবম-দশম শ্রেণি চারটি করে, একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পাঁচটি করে খাতা পাবে। সেই হিসেবেই পাঠানো হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৭ ০১:১৮
Share: Save:

স্কুলে বইয়ের পাশাপাশি পড়ুয়াদের খাতাও দিচ্ছে রাজ্যের শিক্ষা দফতর। আর সেই খাতায় প্রচার করা হচ্ছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ থেকে কন্যাশ্রী প্রকল্পের।

আগামী ২ জানুয়ারি রাজ্য জুড়ে ‘বই দিবস’ পালিত হবে। ওই দিনই পড়ুয়াদের বইখাতা দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষা দফতরের তরফে। ইতিমধ্যে স্কুলগুলিতে বই পাঠানোর পাশাপাশি খাতাও পাঠানো শুরু করেছে তারা। ভর্তি প্রক্রিয়া শেষ করার পরেই স্কুলগুলি ছাত্রছাত্রীদের বইখাতা দেবে। মুর্শিদাবাদের জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) পূরবী বিশ্বাস দে বলেন, “পঞ্চম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এ বারে খাতাও দেওয়া হচ্ছে।” সর্বশিক্ষা মিশনের নদিয়ার ভারপ্রাপ্ত প্রকল্প আধিকারিক মানস মণ্ডলও বলেন, “স্কুলগুলিকে বইখাতা দেওয়ার জন্য সার্কেল স্তরে পাঠানো হয়েছে। সার্কেলগুলি তা স্কুলে দিতে শুরু করেছে।”

প্রশাসন সূত্রে জানা যায়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের তিনটি করে খাতা দেওয়া হবে। নবম-দশম শ্রেণি চারটি করে, একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা পাঁচটি করে খাতা পাবে। সেই হিসেবেই পাঠানো হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর থেকে। তবে প্রাথমিক স্কুলে খাতা দেওয়ার বিষয়ে এখনও নির্দেশিকা পাননি বলে জানান নদিয়ার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রমাপ্রসাদ রায়। একই কথা বলেছেন মুর্শিদাবাদের প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নীহারকান্তি ভট্টাচার্যও।

রাজ্য শিক্ষা দফতরের এক কর্তার কথায়, “প্রতিটি খাতায় দুর্ঘটনা রুখতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ স্লোগান যেমন তুলে ধরা হয়েছে, তেমনি কন্যাশ্রীর বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।” প্রতিটি বাড়িতে এই খাতা পৌঁছবে। ফলে পড়ুয়াদের সঙ্গে তাদের পরিবারের লোকজনও পথ নিরাপত্তা থেকে কন্যাশ্রী প্রকল্পের বিষয়ে সচেতন হবে বলে কর্তাদের আশা।

যা শুনে বহরমপুরের হিকমপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মুখোপাধ্যায় বলছেন, “এমনিতেই স্কুলের পাঁচিলে ‘সেফ ড্রাইফ, সেভ লাইভ’ লিখে প্রচার করা হয়েছে। স্কুল থেকেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। তবে খাতার প্রথম পাতায় তা উঠে এলে পড়ুয়ারা আরও সচেতন হবে, এ আশা করাই যায়।”

নাকাশিপাড়ার বীরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক রাববেল মির্ধা বলেন, “খাতা দেওয়া হবে বলা হয়েছে ঠিকই, তবে এখনও স্কুলে খাতা আসেনি।” তবে মুর্শিদাবাদের লালবাগ সিংহী হাইস্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ বলেন, “পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য খাতা এসেছে। শীঘ্রই তাদের খাতা দেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE