Advertisement
১৮ এপ্রিল ২০২৪

সই করাতে গিয়ে জানা গেল, একটু আগেই মারা গিয়েছেন কিনু!

কুড়ি লিটার বেআইনি মদ-সহ আবগারি দফতরের পুলিশ তাঁকে ২০ জুলাই ভোরে গ্রেফতার করে। তার পর থেকেই জেলে ছিলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ০৭:৫০
Share: Save:

দিন চারেক তিনি সংশোধনাগারে ছিলেন। সোমবার দুপুরে তাঁর জামিনের আবেদনও মঞ্জুর করেছিলেন বিচারক।

কিন্তু সংশোধনাগারে সাগরদিঘির খাটোয়া গ্রামের বাসিন্দা কিনু টুডুর (৪০) সই করাতে গিয়ে জানা যায়, তিনি কিছুক্ষণ আগেই মারা গিয়েছেন। জঙ্গিপুর সংশোধনাগারের উপ-অধিকর্তা নরেন্দ্র বসু রায়চৌধুরী জানান, এ দিন সকালে অসুস্থ হয়ে পড়েন কিনু। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। দুপুরে সেখানেই তিনি মারা যান। আজ, মঙ্গলবার ওই বন্দির দেহ ময়নাতদন্তের পরে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুড়ি লিটার বেআইনি মদ-সহ আবগারি দফতরের পুলিশ তাঁকে ২০ জুলাই ভোরে গ্রেফতার করে। সেই দিনই তাঁকে জঙ্গিপুর আদালতে হাজির করানো হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এ দিনই জঙ্গিপুর আদালতে তাঁর হয়ে জামিনের আর্জি জানান আইনজীবী সোমনাথ চৌধুরী। সেই আবেদন মঞ্জুর করে এক হাজার টাকার বন্ডে কিনুর জামিন মঞ্জুর করেন বিচারক অমলকৃষ্ণ মাহাতো।

সোমনাথবাবু বলেন, ‘‘সেই জামিনের নির্দেশ নিয়ে বেল বন্ডে বন্দির সই করাতে জঙ্গিপুর সংশোধনাগারে যাওয়া হয়। সেখানে গিয়ে জানতে পারি জঙ্গিপুর হাসপাতালে মারা গিয়েছেন কিনু।’’ কিনুর বাবা মটরু টুডু বলেন, ‘‘আমরা জানতাম ১৪ দিন পরে ওকে আদালতে তোলা হবে। কিন্তু আইনজীবী এ দিনই ওর জামিনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেই সংবাদ পাওয়ার আগেই ছেলেটা চলে গেল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE