Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মাদক পাচারে গ্রেফতার ভাই-বোন

কখনও ঝাড়খন্ড, কখনও কালিয়াচক থেকে মাদক আসত ফরাক্কার এই হোটেলে।

ধৃত ভাই-বোন। নিজস্ব চিত্র

ধৃত ভাই-বোন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ফরাক্কা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:৩৬
Share: Save:

স্বামী জেলে। তার অবর্তমানে হোটেলেই মাদক পাচারের আখরা তৈরি করে ফেলেছিল স্ত্রী ও শ্যালক।

নিউ ফরাক্কার সেই তিনতলা হোটেলেই হানা দিয়ে নীচের রিসেপসন কাউন্টার লাগোয়া ঘর থেকে বুধবার রাত ৮টা নাগাদ ২ কেজি হেরোইন উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ। ধৃত মহিলার নাম শাকিলা বিবি, তার ভাই মহম্মদ শাকিল। তাদের বাড়ি বিহারের দ্বারভাঙায়।

নিউ ফরাক্কায় হোটেল চালাতে ইদানিং তারা বাস করছিল ফরাক্কার বেনিয়াগ্রামের পাইকপাড়ায়।

পুলিশ জানায়, ফরাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ওই হোটেলের আসল মালিক শাকিলার স্বামী রফিক শেখ। মাদক-সহ দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে ১০ বছরের জেল হয়েছে তার। মাস ছয়েক আগে জামিনে মুক্তি পেয়ে দিল্লি থেকেই ফের ব্যবসা শুরু করে মাদক পাচারের।

স্বামী না থাকায় ফরাক্কার হোটেলটি চালাচ্ছিল স্ত্রী ও তার শ্যালক। কখনও ঝাড়খন্ড, কখনও কালিয়াচক থেকে মাদক আসত ফরাক্কার এই হোটেলে। সেখান থেকেই তা পাঠানো হত দিল্লি-সহ বিভিন্ন জায়গায়।

পুলিশ জানায়, বুধবার দুপুরেই ফরাক্কা পুলিশের কাছে খবর আসে বিহার থেকে হোটেল মালিক রফিকের এক শ্যালক মাদক নিয়ে এসেছে ফরাক্কার হোটেলে। সেই মত সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পুলিশ হোটেলে হানা দেন। বাইরে থেকে ঘিরে রাখা হয় তিনতলা হোটেলটি। হোটেলে ঢোকার ঠিক বাম দিকেই রিসেপশন কাউন্টার।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সেখানে তখন বসে হোটেল মালিকের স্ত্রী বছর ৩৬ বয়সের শাকিলা ও তার শ্যালক বছর ২৭ বয়সের মহম্মদ শাকিল। সেখানেই তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু হোটেলে হেরোইন রয়েছে দু’জনেই সে কথা বার বার পুলিশি জেরাতেও অস্বীকার

করতে থাকে।

এরপরেই পুলিশ জানতে পারে কাউন্টার লাগোয়া ঘরটি কাউকে ভাড়া না দিয়ে হোটেলের মালিকেরা তা নিজেরাই ব্যবহার করে। তখন ঘরে ঢুকে তল্লাশি শুরু করে তাদের দু’জনকে সঙ্গে নিয়ে। সেখানেই রেক্সিনের একটি প্রিন্টেড ব্যাগ থেকে উদ্ধার হয় মাদক।

জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, ‘‘ফরাক্কার চাঁদনি হোটেলে হানা দিয়ে প্রায় ২ কিলোগ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। বাজারে এর দাম প্রায় ২ কোটি টাকা। ধৃত মহিলার স্বামী রফিকই হচ্ছে এই মাদক কারবারের মূল মাথা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drug Trafficking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE