Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আট টাকা মজুরি বাড়ল, উঠল ধর্মঘট

দৈনিক ৮ টাকা করে মজুরি বাড়ল সিমেন্ট কারখানার শ্রমিকদের। ফলে টানা সাত দিন ধরে চলা ধর্মঘট তুলে নিলেন শ্রমিকেরা।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০১:০৬
Share: Save:

দৈনিক ৮ টাকা করে মজুরি বাড়ল সিমেন্ট কারখানার শ্রমিকদের। ফলে টানা সাত দিন ধরে চলা ধর্মঘট তুলে নিলেন শ্রমিকেরা।

শুক্রবার সকালে শ্রমিক সংগঠনের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থাগুলির ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় চুক্তিমতো শ্রমিকদের যা যা সুবিধা বরাদ্দ রয়েছে ৩০ অগস্ট থেকে তা-ও দেওয়া হবে। শ্রমিকেরা ২৫৫ টাকা করে দৈনিক যে মজুরি পেতেন সেই মজুরি-ই হাতে পাবেন। পূর্ব ঘোষণা মতো তিন টাকা করে বেতন কমানোর সিদ্ধান্ত বাতিল হয়েছে। ২০ অগস্ট থেকে শ্রমিকদের মজুরি আরও পাঁচ টাকা করে বাড়িয়ে ২৬০ টাকা করা হবে। সবপক্ষই এই সিদ্ধান্ত মেনে নেওয়ায় শুক্রবার দুপুরে ধর্মঘট ওঠে। শ্রমিকেরা কাজে যোগ দেওয়ায় রঘুনাথগঞ্জের ওই সিমেন্ট কারখানায় উৎপাদনও শুরু হয়েছে।

তৃণমূলের জঙ্গিপুরের পর্যবেক্ষক সৈয়দ সাদেক রিটু জানান, গত ১১ জুন তৃণমূলের শ্রমিক সংগঠন শ্রমিকদের হয়ে ওই সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যে মজুরি চুক্তি করেন তা শ্রমিক স্বার্থের পক্ষে ঠিক হয়নি। এ নিয়ে ওই কারখানার সব শ্রমিকের মধ্যে ক্ষোভ রয়েছে। গত ৩১ জুলাই ওই চুক্তির মজুরির চেয়েও দৈনিক মজুরি ৩ টাকা করে কমিয়ে দেওয়া হয় শ্রমিকদের। তা নিয়েই ক্ষোভ দানা বাধে। তিনি বলেন, ‘‘আপাতত মজুরি বাড়িয়ে তার সমাধান হয়েছে। এ মাসেই কলকাতায় ফের শ্রম কর্তাদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠক হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Strike cement factory raghunathganj murshidabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE