Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ছাত্রদের কাঁধে ইট, প্রধান শিক্ষককে শো-কজ

স্কুল চলাকালীন ক্লাস না করিয়ে খুদে পড়ুয়াদের দিয়ে ইট বওয়ার কাজ করানোর অভিযোগ উঠেছে ভগবানগোলা-১ ব্লকের আসানপাড়া প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

কর্মশিক্ষা: ভগবানগোলার স্কুলে।

কর্মশিক্ষা: ভগবানগোলার স্কুলে।

নিজস্ব সংবাদদাতা
ভগবানগোলা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০০:২০
Share: Save:

স্কুল চলাকালীন ক্লাস না করিয়ে খুদে পড়ুয়াদের দিয়ে ইট বওয়ার কাজ করানোর অভিযোগ উঠেছে ভগবানগোলা-১ ব্লকের আসানপাড়া প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার ওই ঘটনার পরে অভিযোগ পেয়ে স্কুলে যান ভগবানগোলা ১ বিডিও সোপসান সিরিং। তিনি জানান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শো-কজ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে চিঠির উত্তর জমা দিতে বলা হয়েছে তাঁকে। বিডিও বলেন, ‘‘শো-কজের উত্তর সন্তোষজনক না হলে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।’’

আরও পড়ুন: রাঁচীতে হোলির হটকেক মোদী-শাহ মুখোশ

ভগবানগোলা-১ ব্লকের হাবাসপুর পঞ্চায়েত এলাকায় আসানপুর প্রাথমিক বিদ্যালয়। প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১৮৬ জন পড়ুয়া। শিক্ষকের সংখ্যা ৬। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলে নির্মাণের কাজ চলছে। এ দিন ছিল ঢালাইয়ের কাজ। সেখানে ইট বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তায় পড়ুয়াদের উপর। কাজটা যে ভুল হয়েছে তা মেনে নিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর শেখ। তিনি বলেন, ‘‘পড়ুয়াদের দিয়ে এমন কাজ করানো ঠিক হয়নি। বিডিওর কাছে দুঃখ প্রকাশ করেছি।’’জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবাশিস বৈশ্য বলছেন, ‘‘এমন কাজ কোনও শিক্ষক করাতে পারেন, ভাবতেইও পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE