Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কংগ্রেসের সভায় লোক কেন, জবাব চান শুভেন্দু

তিনি উদাহরণ টেনে জানিয়েও দিয়েছেন, মুর্শিদাবাদ জেলা সভাপতি মান্নান হোসেনের সঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শাহনাজ বেগমর বিরোধের প্রসঙ্গ। একই নির্দেশ দেন ফরাক্কার ব্লক সভাপতিকে। সতর্ক করা হয়েছে সৌমিক হোসেনকেও।

শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ০৩:৫০
Share: Save:

কংগ্রেসের সভায় এত লোক হয় কি করে? অন্তত মুর্শিদাবাদের ক্ষেত্রে প্রশ্নটা উঠেছে। তুলেছেন, তৃণমূলের মুর্শিদাবাদ জেলা পর্যবক্ষেক শুভেন্দু অধিকারী।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে, মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সভায় কংগ্রেস কর্মীদের ভিড় দেখে শনিবার দলের বর্ধিত সভায় এ প্রশ্নটাই তুলেছেন শুভেন্দু। বহরমপুরের সভায় এ দিন দলের ব্লক সভাপতিদের দাঁড় করিয়ে তাঁর প্রশ্ন ছিল, ‘‘কংগ্রেসের সভায় সাত-আট হাজার করে লোক হচ্ছে। একটা ক্ষয়িষ্ণু শক্তির মিটিঙে এত লোক হয় কি করে?’’ ব্লক সভাপতিরা বলতে চেয়েছিলেন, না তেমন ভিড় নয়, শুভেন্দু তাঁদের জানিয়ে দেন, ‘‘ওই সব মিটিঙের ছবি আমার হোয়াটস অ্যাপে রয়েছে। আপনারা ঠিক বলছেন না।’’ তার পর, চেনা ঢঙে দলের নেতাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘এ বার কোন্দলগুলো মিটিয়ে ফেলুন।’’

তিনি উদাহরণ টেনে জানিয়েও দিয়েছেন, মুর্শিদাবাদ জেলা সভাপতি মান্নান হোসেনের সঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শাহনাজ বেগমর বিরোধের প্রসঙ্গ। একই নির্দেশ দেন ফরাক্কার ব্লক সভাপতিকে। সতর্ক করা হয়েছে সৌমিক হোসেনকেও।

শুভেন্দু এ দিন বলেন, ‘‘এই জলা নিয়ে আমার মতো অভিমান রয়েছে দলনেত্রীরও। তিনিও বলেন, তিনি ‘আমি এই জেলায় দিই, কিন্তু পাইনি কিছুই!’ সেই অভিমান এ বার আমাদের মেটাতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE