Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টাকা পেয়ে ফেরত দিলেন টোটো চালক

এরই মধ্যে ওই টোটো চালক ঝাউবোনার বাসিন্দা নাজমুল শেখ দেখেন, তাঁর পায়ের কাছে একটা সাদা প্লাস্টিক মোড়া প্যাকেট পড়ে রয়েছে। হাতে নিয়ে দেখেন বেশ কয়েক হাজার টাকা রয়েছে তাতে। বুঝতে পারেন প্যাকেটটি ওই বৃদ্ধের। খানিক যেতেই তিনি ওই বৃদ্ধকে দেখতে পান। তখনই তাঁর হাতে ওই টাকা তুলে দেন তিনি।

 ত্রাতা: টোটো চালক নাজমুল শেখ। নিজস্ব চিত্র

ত্রাতা: টোটো চালক নাজমুল শেখ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নওদা শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ১৩:০০
Share: Save:

টাকা পেয়ে ফিরিয়ে দিলেন এক টোটো চালক। বৃহস্পতিবার নওদার ঝাউবোনার ঘটনা।

এ দিন ঝাউবোনা শেখ পাড়া থেকে টোটোয় চাপেন ৮৫ বছরের বৃদ্ধ ওয়াজেব শেখ। বাজার যাচ্ছিলেন তিনি। বাজারে নেমে টোটোওয়ালাকে ভাড়া দেওয়ার সময় খেয়াল করেন টাকার ব্যাগটি হারিয়ে ফেলেছেন। রাস্তা ধরে খুঁজতে বের হন তিনি।

এরই মধ্যে ওই টোটো চালক ঝাউবোনার বাসিন্দা নাজমুল শেখ দেখেন, তাঁর পায়ের কাছে একটা সাদা প্লাস্টিক মোড়া প্যাকেট পড়ে রয়েছে। হাতে নিয়ে দেখেন বেশ কয়েক হাজার টাকা রয়েছে তাতে। বুঝতে পারেন প্যাকেটটি ওই বৃদ্ধের। খানিক যেতেই তিনি ওই বৃদ্ধকে দেখতে পান। তখনই তাঁর হাতে ওই টাকা তুলে দেন তিনি।

ওয়াজেব জানান, সরকারি টাকায় ঘর হচ্ছে। ধার মেটাতে প্রায় সাড়ে এগারো টাকা নিয়ে বাজারে যাচ্ছিলেন। টাকাটা নাজমুল ফেরত না দিলে আমার ঘরের টাকা শোধ করা হত না।

নাজমুল শেখ বলেন, ‘‘টাকা ফেরত দিয়ে খুব আনন্দ হচ্ছে।’’

প্রত্যক্ষদর্শী ঝাউবোনার বই ব্যবসায়ী বিকাশ মণ্ডল বলেন, ‘‘সরকারি প্রকল্পের টাকায় ঘর করছে। ওই টাকা হারালে ঘর করা তাঁর
মাথায় উঠত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toto Driver Money নওদা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE