Advertisement
২৪ এপ্রিল ২০২৪

রসিদ দেখাতেও জুটল মার

বচসা বেঁধেছিল টোলট্যাক্স আদায়কে কেন্দ্র করে। আর তার জেরেই এক ট্রাক্টর চালককে মারধরের অভিযোগ উঠল টোলকর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে কৃষ্ণনগরের ঘূর্ণিতে পুরসভার টোলগেটের ঘটনা। এ দিনের ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০০:৩৫
Share: Save:

বচসা বেঁধেছিল টোলট্যাক্স আদায়কে কেন্দ্র করে। আর তার জেরেই এক ট্রাক্টর চালককে মারধরের অভিযোগ উঠল টোলকর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে কৃষ্ণনগরের ঘূর্ণিতে পুরসভার টোলগেটের ঘটনা।

এ দিনের ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অবরোধ তোলে। গৌরাঙ্গ মণ্ডল নামে আহত ওই ট্রাক্টর চালককে শক্তিনগরে জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। আটক করা হয়েছে এক টোলকর্মীকে।

ঘূর্ণি কালীতলার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডল ঘূর্ণিরই দু’টি ইটভাটা থেকে ট্রাক্টর ট্রলিতে করে বিভিন্ন জায়গায় ইট নিয়ে যান। গৌরাঙ্গবাবুর বক্তব্য, ‘‘সারা দিনে একবার টোলট্যাক্স দিতে হয়। শনিবার সকালে ইট নিয়ে বাদকুল্লা যাওয়ার সময় আমি ২০ টাকা দিয়ে টোলট্যাক্স দিই। পরে এ দিন দুপুরে শুধু ট্রাক্টর নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছি, এ সময় ঘূর্ণিতে টোল আদায়কারীরা এসে টোল চান। আমি বলি সকালে তো দিয়েছি। সকালের টোলট্যাক্সের রসিদ দেখালেও ওরা মারধর করে।’’ লাঠির পাশাপাশি পড়তে থাকে কিল-চড়-ঘুসি। মারের চোটে নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে গৌরাঙ্গবাবুর।

পুরসভার টোলট্যাক্স আদায়ের জন্য একটি বেসরকারি সংস্থা দায়িত্বে রয়েছে। ওই সংস্থার কর্মকর্তা সৌমেন সরকার বলেন, “ঘটনা দুঃখজনক। আহত চালকের যাবতীয় চিকিৎসার খরচ আমরা বহন করব। তা ছাড়া, যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Krishnanagar toll plaza driver beaten
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE