Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পছন্দের বিষয় পাব না কেন?

এই অভিযোগ তুলে নদিয়া জেলা শিক্ষা দফতরে লিখিত অভিযোগ জানিয়েছে একাদশ শ্রেণির দুই ছাত্রী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কালীগঞ্জ শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২২
Share: Save:

যে বিষয় নিয়ে তাঁরা পড়তে চাইছেন স্কুলে সেই বিষয়ের শিক্ষক থাকা সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ সেই বিষয় নিতে বাধা দিচ্ছেন! এই অভিযোগ তুলে নদিয়া জেলা শিক্ষা দফতরে লিখিত অভিযোগ জানিয়েছে একাদশ শ্রেণির দুই ছাত্রী।

শিক্ষাজগতের অনেকেই জানাচ্ছেন, এই সমস্যা শুধু কোনও একটি স্কুলের নয়। রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় প্রতি বছরেই এই সমস্যায় ভোগে ছাত্রছাত্রীরা। ধরা যাক, হয়তো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তৈরি তালিকা অনুযায়ী কম্পিউটার অ্যাপ্লিকেশনের সঙ্গে রসায়ন নেওয়া যায়। কিন্তু কোনও একটি স্কুলে ভর্তি হয়ে সেই ‘কম্বিনেশন’ চেয়ে ছাত্র তা পেল না। কারণ, সংসদের তালিকায় থাকলেও ওই স্কুলে সেই কম্বিনেশন দেওয়া হয় না। তাদের সেই শিক্ষক বা পরিকাঠামো নেই।

শিক্ষাবিদদের একাংশ জানাচ্ছেন, পছন্দের কম্বিনেশন না-পেয়ে সাধারণত ছাত্রছাত্রীদের যা পাওয়া যাচ্ছে তা নিয়েই সন্তুষ্ট হতে হয়। তার বিরুদ্ধে শিক্ষা দফতরে লিখিত অভিযোগের নজির বিশেষ নেই, যা করেছে কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম এসএ বিদ্যাপিঠের দুই ছাত্রী ও তাঁদের অভিভাবকেরা। এখানে উল্লেখ্য, দুই ছাত্রীর বাবা-ই সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক।

শুধু শিক্ষা দফতরে অভিযোগে থেমে না-গিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টেও অভিযোগ দায়ের করেছেন। কোর্টের নোটিস শুক্রবার এসে পৌঁছেছে স্কুলের প্রধানশিক্ষক গিরিজা শঙ্কর রায়ের কাছে। তাঁর কথায়, ‘‘আমি জেলাশাসককেও যা জানিয়েছি তা কোর্টকেও জানাবো। সংসদ কোনও কম্বিনেশনকে অনুমোদন দিলেই যে সব স্কুলে তা পাওয়া যাবে এমন নয়। পরিকাঠামো অনুযায়ী, কোনও স্কুলে তা থাকবে বা কোথাও থাকবে না।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘ওই ছাত্রীদের বাবারা তো আমাদের স্কুলেরই শিক্ষক। তাঁরা তো আগে থেকেই জানেন যে, আমাদের স্কুলে ওই কম্বিনেশন নেই। তা হলে মেয়েদের ভর্তি করলেন কেন বা ওই কম্বিনেশন চাইছেন কেন?’’ পাল্টা দুই ছাত্রীর বাবা-রা দাবি করেছেন, ‘‘বিজ্ঞান শাখার সঙ্গে কম্বিনেশনে ভূগোল, রাশিবিজ্ঞান, কম্পিউটর সায়েন্স নেওয়ার অনুমতি দিয়েছে সংসদ। তা ছাড়া, তাঁদের মেয়েদের পছন্দের কম্বিনেশন দেওয়ার পরিকাঠামো স্কুলে রয়েছে।’’

যে বিষয়কে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত তা হল ভূগোল। দেবগ্রামের বাসিন্দা দুই ছাত্রীই বিজ্ঞান শাখায় পড়তে চায় ভূগোল কম্বিনেশন নিয়ে। এক জনের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ছিল ৫৩৮, অন্য জনের ৪৬৩। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের জানিয়ে দিয়েছে, ওই স্কুলে শুধু কলা শাখার বিষয়ের সঙ্গে ভূগোল দেওয়া হয়, বিজ্ঞান শাখার সঙ্গে ভূগোল পড়তে দেওয়ার মতো পরিকাঠামো তাঁদের নেই। প্রধানশিক্ষকের কথায়, ‘‘সংসদের নিয়ম থাকতেই পারে, কিন্তু আমাদের একাদশ শ্রেণিতে এক জন মাত্র ভূগোল শিক্ষক। দু’টি শাখায় তাঁর পক্ষে পড়ানো অসম্ভব। কোনও স্কুলের পক্ষেই সংসদের তৈরি করা সব কম্বিনেশন দেওয়া সম্ভব নয়।’’

নদিয়ার ডিআই অনিন্দ্যকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘‘ওঁরা বলছেন, ভূগোলের শিক্ষক কম রয়েছেন। পরিকাঠামোটা সত্যিই কোনও কোনও ক্ষেত্রে সমস্যা। তবে তার মধ্যেও যতটা সম্ভব ছাত্রছাত্রীদের স্বার্থ দেখা এবং তাদের পছন্দের কম্বিনেশন পড়তে দেওয়াটা উচিত। এটা যুদ্ধক্ষেত্র নয়। দু’তরফকেই আলোচনায় ডেকেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School Subject
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE