Advertisement
২০ এপ্রিল ২০২৪

জেলা পরিষদের কুর্সি কার, জোর জল্পনা  

মুর্শিদাবাদ জেলাপরিষদের ৭০টি আসনের মধ্যে ৬৯টি আসন দখল করেছে শাসক দল। এখন জেলাপরিষদের কুর্সিতে বসছেন কে?  তা নিয়ে জল্পনার শেষ নেই!

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সামসুদ্দিন বিশ্বাস
বহরমপুর শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৮
Share: Save:

মুর্শিদাবাদ জেলাপরিষদের ৭০টি আসনের মধ্যে ৬৯টি আসন দখল করেছে শাসক দল। এখন জেলাপরিষদের কুর্সিতে বসছেন কে? তা নিয়ে জল্পনার শেষ নেই! গত কয়েক দিনে চায়ের দোকান থেকে পাড়ার মোড়ে সর্বত্রই সভাধিপতির নাম নিয়ে তুমুল আলোচনা চলছে। যদিও সভাধিপতি কে হবেন, সে ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন তৃণমূল নেতৃত্ব। এ ব্যাপারে পরিবহণ দফতরের মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী কোনও মন্তব্য করতে চাননি। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি সুব্রত সাহা বলেন, “আমাদের দলের গণতন্ত্র আছে বলেই সভাধিপতি-সহকারি সভাধিপতির হিসেবে একাধিক সদস্যর নাম নিয়ে জল্পনা চলছে। তবে কে সভাধিপতি বা সহকারি সভাধিপতি হবেন তা দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী ঠিক করবেন।”

মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭০ টি আসনের মধ্যে ২২ টি আসনে এবারে নির্বাচন হয়েছে। বাকি ৪৮ টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শাসকদলের প্রার্থীরা। ৭০টি আসনের মধ্যে ১টি আসন পেয়েছে কংগ্রেস। তবে এ বারের জেলাপরিষদের সভাধিপতি আসনটি অনুন্নত সম্প্রদায়ের জন্য সংরক্ষিত এবং সহকারি সভাধিপতি পদটি অসংরক্ষিত। ফলে বিদায়ী জেলাপরিষদের সভাধিপতি বৈদ্যনাথ দাস ফের সভাধিপতি পদে বসতে পারবেন না।

সভাধিপতি হিসেবে উঠে এসেছে বিদায়ী জেলা পরিষদের সহকারি সভাধিপতি শাহনাজ বেগম, বিদায়ী জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ মোসারফ হোসেন, শমসেরগঞ্জ থেকে নির্বাচিত আনারুল হক (বিপ্লব), তৃণমূলের লালবাগ মহকুমা সভাপতি রাজীব হোসেনের নাম। বিদায়ী জেলা পরিষদের সহকারি সভাধিপতি হিসেবে শাহনাজ বেগমের জেলা পরিষদ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, তেমনি সভাধিপতি পদের দাবিদার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রয়াত মান্নান হোসেনের ছেলে রাজীব হোসেন, তিনি আবার লালবাগ মহকুমা তৃণমূলের সভাপতি পদেও রয়েছেন।

এছাড়াও জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূলের সভাপতি মোসারফ হোসেন ওই পদের অন্যতম দাবিদার। নওদার বিধায়ক কংগ্রেসের আবু তাহের খান তৃণমূলে যোগ দেওয়ার আগে পর্যন্ত নওদা ব্লকে সংগঠন গড়ে তোলার পিছনে মোসারফের বড় ভূমিকা রয়েছে। তেমনি বছর দু’য়েক আগে কংগ্রেসের সদস্যদের দলে টেনে তৃণমূলের জেলাপরিষদ দখলের অন্যতম কারিগর ছিলেন মোশারফ। তাঁর ওই অবদানের জন্য সভাধিপতি পদে দেখতে চাইছেন দলের শীর্ষ নেতৃত্ব। জল্পনা চলছে শমসেরগঞ্জ থেকে নির্বাচিত আনারুল হককে ঘিরেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE