Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দিনটা মনে পড়লে আজও কেঁপে উঠি

সেদিন খুব কুয়াশা ছিল। বাড়িতে ফেরা নিয়ে ছাত্রদের সঙ্গে বচসা বাধে বাস চালকের। শেষে ভোরের আলো না ফুটতেই রওনা দিয়েছিলাম।

তরুণ সরকার
করিমপুর শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০২:১৭
Share: Save:

করিমপুর পান্নাদেবী কলেজে তখন একাদশ শ্রেণিতে পড়ি। টিউশন নিতে যেতাম করিমপুরের সনাতন দে-র কাছে। স্যরের সঙ্গে আলোচনা করে ঠিক হল, পিকনিক হবে লালবাগে। ১২ জানুয়ারি সকালে বাসে প্রায় ৮২ জন ছাত্রছাত্রী মিলে রওনা দিয়েছিলাম। ফিরছিলাম ১৩ জানুয়ারি।

সেদিন খুব কুয়াশা ছিল। বাড়িতে ফেরা নিয়ে ছাত্রদের সঙ্গে বচসা বাধে বাস চালকের। শেষে ভোরের আলো না ফুটতেই রওনা দিয়েছিলাম। জলঙ্গি বাজার পেরিয়ে করিমপুর যাওয়ার সময় পথের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বাঁ দিকে পদ্মায় নেমে পড়ে। আমি বসেছিলাম চালকের ঠিক পিছনের আসনে। জলের নীচে কতক্ষণ ছিলাম মনে নেই। সে দিনের সেই ঘটনা মনে পড়লে আজও কেঁপে উঠি। আজও কুয়াশাঘেরা সকালে বাসে উঠতে ভয় পাই। মনে হয় যদি আবার...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Panic Bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE