Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সিঁদুর পরানোয় বাধা, মার মহিলাকে 

অভিযোগকারী ওই মহিলার স্বামী শান্তিপুর পুরসভায় কাজ করতেন। বছর দেড়েক আগে তিনি অসুখে ভুগে মারা যান। তাঁর তিন ছেলে রয়েছে। একই এলাকাতে বাড়ি ওই মহিলার দূর সম্পর্কের দেওর রবি আশুরের।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
শান্তিপুর শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ০১:৫৩
Share: Save:

প্রথমে কুপ্রস্তাব ও পরে বিয়ের প্রলোভন। কিন্তু সেই ফাঁদে পা দেননি। অগত্যা জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার চেষ্টা। তাতে বাধা দিতে গিয়ে জুটল মারধর। শান্তিপুর থানায় দূর সম্পর্কের এক দেওয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন এক বিধবা মহিলা।

অভিযোগকারী ওই মহিলার স্বামী শান্তিপুর পুরসভায় কাজ করতেন। বছর দেড়েক আগে তিনি অসুখে ভুগে মারা যান। তাঁর তিন ছেলে রয়েছে। একই এলাকাতে বাড়ি ওই মহিলার দূর সম্পর্কের দেওর রবি আশুরের। অভিযোগ, স্বামী মারা যাওয়ার পরে ওই মহিলাকে উত্যক্ত করে রবি। বিভিন্ন সময়ে রবি মহিলাকে বিয়ের প্রস্তাব দেয়। কুপ্রস্তাবও দেওয়া হয়। ওই মহিলা রাজি না হওয়ায় তাঁকে হুমকি দেওয়া হয়। রবির কারণেই তিনি শান্তিপুরের বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে থাকেন। বুধবার এক জরুরি কাজে তিনি শান্তিপুরে যান। বুধবার সন্ধ্যায় রবি মহিলার শান্তিপুরের বাড়িতে যায়। সেখানে সে ফের একই ভাবে কুপ্রস্তাব দেয়। তাতে ওই মহিলা রাজি না হলে তাকে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার চেষ্টা করে। বাধা পেলে রবি তাঁকে কিল, চড়, লাথি মারতে থাকে। সেই সময়ে রবি মহিলার বড় ছেলেকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরেই বুধবার রাতে মহিলা শান্তিপুর থানায় রবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারিণী বলেন, ‘‘ওর নির্যাতনের কারণে আমি শান্তিপুর ছেড়ে অন্যত্র এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। স্বামীর পেনশনের কাগজপত্রের ব্যাপারে বুধবার শান্তিপুরে যাই। সন্ধ্যায় রবি আমার বাড়িতে ঢুকে ফের কুপ্রস্তাব দেয়। আমাকে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমাকে মারধরও করে।’’ তাঁর অভিযোগ, তাঁর স্বামীর পেনশনের ওপরে রবির নজর আছে। ও সেই টাকারও ভাগ দাবি করেছে।

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত রবি। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Woman Beating Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE