Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এ বার ‘উত্তরণ’ কাপে মাতল নবদ্বীপ

নবদ্বীপের ফুটবলের মরা গাঙে জোয়ার এনেছিল মিউনিসিপ্যাল সকার কাপ। সেই জোয়ারে ঢেউ তুলল উত্তরণ কাপ। বছরের শুরুতে নবদ্বীপ পুরসভার উদ্যোগে শহরের আটটি নামী ফুটবল ক্লাবকে নিয়ে এক রোমহর্ষক ফুটবল প্রতিযোগিতার সাক্ষী হয়েছিল নবদ্বীপের মানুষ। কয়েক মাসের ব্যবধানে উত্তরণ কাপে বল দখলের লড়াইটা শুধু মাত্র শহুরে ফুটবল ক্লাবের বহিরাগত খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকল না।

নিজস্ব সংবাদদাতা
নবদ্বীপ শেষ আপডেট: ১১ মার্চ ২০১৫ ০০:৫৯
Share: Save:

নবদ্বীপের ফুটবলের মরা গাঙে জোয়ার এনেছিল মিউনিসিপ্যাল সকার কাপ। সেই জোয়ারে ঢেউ তুলল উত্তরণ কাপ। বছরের শুরুতে নবদ্বীপ পুরসভার উদ্যোগে শহরের আটটি নামী ফুটবল ক্লাবকে নিয়ে এক রোমহর্ষক ফুটবল প্রতিযোগিতার সাক্ষী হয়েছিল নবদ্বীপের মানুষ। কয়েক মাসের ব্যবধানে উত্তরণ কাপে বল দখলের লড়াইটা শুধু মাত্র শহুরে ফুটবল ক্লাবের বহিরাগত খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ থাকল না। উত্তরণ কাপ ফুটবলকে ছড়িয়ে দিয়েছে শহর থেকে গ্রামে। নবদ্বীপ থানা এলাকার প্রতিটি পঞ্চায়েত এবং পুরসভা এলাকার ফুটবল দলগুলি মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা উত্তরণ কাপকে অন্যমাত্রা দিয়েছে। ফলে এই প্রতিযোগিতাকে ঘিরে উত্‌সাহ এখন শুধু নবদ্বীপ শহরে নয়, প্রতিটি পঞ্চায়েতের প্রত্যন্ত ফুটবল ক্লাবও টানটান উত্তেজনায় ফুটছে। বলা ভাল উত্তরণ কাপে মাঠের লড়াইটা হয়ে দাঁড়িয়েছে শহুরে ফুটবল বনাম গ্রামীণ ফুটবলের। তাছাড়া নবদ্বীপ থানা এলাকায় বাস করেন না এমন কোনও খেলোয়াড়কে খেলানো যাবে না এই প্রতিযোগিতায়। সেই কারণে উত্তরণ কাপের প্রতিটি খেলাই নবদ্বীপের ফুটবলের প্রকৃত মান তুলে ধরছে।

নদিয়ার পুলিশ সুপার অর্ণব ঘোষের বক্তব্য, “রাজ্য সরকার স্থানীয় স্তরে খেলাধুলার মানোন্নয়নের জন্য বিভিন্ন থানা এলাকায় নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছেন। নবদ্বীপে যেহেতু ফুটবলের একটা ইতিবাচক আবহ তৈরি হয়েছে, তাই এখানে ফুটবলকেই বেছে নেওয়া হল।”

অথচ কিছুদিন আগেও ছবিটা এত উজ্জ্বল ছিল না। নবদ্বীপ শহরের ফুটবল মাঠে সন্ধ্যা নামলেই বসত মদ-জুয়ার আসর। মাঠের আশপাশের বাসিন্দাদের অভিযোগ, এ সব নিয়ে বলতে গেলেই জুটত হুমকি। মাঠ জুড়ে ছড়িয়ে থাকত কাচের বোতল, মাংসের হাড়। সকালের অনুশীলনের অনেকটা সময় মাঠ পরিষ্কার করতেই চলে যেত। তাছাড়া চোট-আঘাত তো ছিলই। নবদ্বীপ ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন ক্লাবের তরফে এই বিষয়ে নবদ্বীপ থানায় অভিযোগও জানানো হয়েছিল। এরপর নড়েচড়ে বসে পুলিশ। তারপর সকার কাপের পরে সেই চেনা চিত্রটা আমূল বদলে যায়।

নবদ্বীপের টানা এই দুই ফুটবল প্রতিযোগিতা স্থানীয় ফুটবলকে যে আবার সামনের সারিতে এনে দিয়েছে, সে কথা মানছেন ক্রীড়া সংস্থার বহু কর্তাও। উত্তরণ কাপে মাঠে ভিড়ও জমাচ্ছেন মানুষ। ভাল খেলা দেখতে পেলে মানুষ যে হাজার কাজ ফেলেও মাঠে আসেন সেটা দেখিয়ে দিল ওই দুই ফুটবল প্রতিযোগিতা। ১৬ দলের উত্তরণ কাপে পঞ্চায়েতের আটটি এবং পুরসভা এলাকার আটটি দল খেলছে। তবে খেলার ফলাফল বলছে ফুটবলে নবদ্বীপ শহরের ক্লাবগুলির তুলনায় পঞ্চায়েতের দলগুলি বেশি ভাল খেলছে। কোয়ার্টার ফাইনালে পৌঁছনো চারটি দলের মধ্যে তিনটি দলই পঞ্চায়েতের। স্বরূপগঞ্জ জিপি একাদশ, বামুনপুকুর ১ নম্বর পঞ্চায়েত ফুটবল অ্যাকাডেমি (মায়াপুর) এবং চরমাঝদিয়া চরব্রহ্মনগর জিপি একাদশ ছাড়া পুরএলাকার একমাত্র যে দলটি শেষ চারে পৌঁছতে পেরেছিল সেটি মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি।

মঙ্গলবার ছিল দুটি সেমি ফাইনাল। নবদ্বীপ মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি প্রথম সেমি ফাইনালে টাইব্রেকারে হারে স্বরূপগঞ্জ জিপি’র কাছে। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনও পক্ষ গোল করতে পারেনি। টাইব্রেকারে ৪-২ গোলে স্বরূপগঞ্জ জিপি জেতে। অন্য খেলায়, বামুনপুকুর ১ নম্বর পঞ্চায়েত ফুটবল অ্যাকাডেমি (মায়াপুর) ২-০ গোলে চরমাঝদিয়া চরব্রহ্মনগর জিপি একাদশের কাছে হেরে যায়।

আজ, বুধবার ফাইনালে পাশাপাশি দুই পঞ্চায়েতের মধ্যে এক রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় নবদ্বীপের ফুটবল রসিকেরা। উত্তরণ কাপের অন্যতম আয়োজক নবদ্বীপের আইসি তপনকুমার মিশ্র বলেন, “এই সব ছেলেরা যে ধরনের খেলা দেখাচ্ছে তাতে ফাইনাল খেলা একটা স্মরণীয় ম্যাচ হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

uttaran cup nabadwip
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE