Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জমি দখলের চেষ্টা, অভিযুক্ত যুব নেতা

পুলিশকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল নদিয়ার যুব তৃণমূলের জেলা কমিটির কার্যকরী সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুব নেতা শুভঙ্কর মুখোপাধ্যায় ওরফে পিটারের জমি দখল সংক্রান্ত বিষয়ে স্থানীয় এক প্রোমোটারের সঙ্গে মোবাইলে কথোপকথোন প্রকাশ্যে চলে আসায় আরও অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল। গোটা বিষয়টি এ ভাবে প্রকাশ্যে চলে আসায় চাপে পড়ে গিয়েছে শান্তিপুর থানার পুলিশও। পড়শি জেলা মুর্শিদাবাদেও দিন কয়েক আগে সাগরদিঘির ব্লক যুব তৃণমূলের কার্যকরী সভাপতির বিরুদ্ধে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্থানীয় দুই স্কুল কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৫ ০১:৪৫
Share: Save:

পুলিশকে কাজে লাগিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল নদিয়ার যুব তৃণমূলের জেলা কমিটির কার্যকরী সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুব নেতা শুভঙ্কর মুখোপাধ্যায় ওরফে পিটারের জমি দখল সংক্রান্ত বিষয়ে স্থানীয় এক প্রোমোটারের সঙ্গে মোবাইলে কথোপকথোন প্রকাশ্যে চলে আসায় আরও অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল। গোটা বিষয়টি এ ভাবে প্রকাশ্যে চলে আসায় চাপে পড়ে গিয়েছে শান্তিপুর থানার পুলিশও। পড়শি জেলা মুর্শিদাবাদেও দিন কয়েক আগে সাগরদিঘির ব্লক যুব তৃণমূলের কার্যকরী সভাপতির বিরুদ্ধে সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্থানীয় দুই স্কুল কর্তৃপক্ষ।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের ফুলিয়ার বাসিন্দা পিটার আগে তৃণমূল যুবার সভাপতি ছিলেন। মাস কয়েক আগে যুবাকে ভেঙে দেওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যয়ের সরাসরি হস্তক্ষেপে রাতারাতি তাঁকে যুব সংগঠনের জেলা সভাপতি করা হয়েছে। তৃণমূলের এক জেলা নেতার কথায়, “পিটারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট গুরুত্ব দেন। এহেন নেতার বিরুদ্ধে পুলিশকে কাজে লাগিয়ে গরিব মানুষের জমি দখলের চেষ্টার অভিযোগ ওঠায় জেলা নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে। দলের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।”

যাঁদের জমি দখলের অভিযোগ উঠেছে শান্তিপুরের বেলঘরিয়া-১ গ্রাম পঞ্চায়েতের চটকাতলার বাসিন্দা বাসন্তী সরকার গোটা বিষয়টি লিখিত ভাবে জেলার পুলিশ সুপারের পাশাপাশি তৃণমূলের জেলা নেতাদের কাছেও অভিযোগ জানিয়েছেন। সেই সঙ্গে ওই প্রোমোটারের সঙ্গে পিটারের কথোপকথোনের সিডিও জেলা নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে বলেও দলীয় সূত্রে খবর। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এখনও পর্যন্ত কোন নির্দেশ না আসায় পিটারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারছেন না জেলার নেতারা।

যুব তৃণমূলের জেলা সভানেত্রী রত্না ঘোষ বলেন, “সিডিতে ঠিক কী বলা হয়েছে, তা এখনও শোনা হয়নি। তাই এই মহূর্তে আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না।” তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলছেন, “একটা অভিযোগ পেয়েছি। কারও বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ বাঞ্ছনীয় নয়। পিটার আমার দলের সহকর্মী। তবে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে।’’

অভিযোগকারী বাসন্তীদেবীর স্বামী শিশির সরকার প্রায় বছর খানেক আগে মারা গিয়েছেন। বাসন্তিদেবী বর্তমানে তিন ছেলে ও প্রায় নব্বই বছরের শাশুড়িকে নিয়ে ভেঙে পড়া টালির চালের ঘরে থাকেন। তিনি জানান, ১৯৬৩ সালে তাঁর কাকিমা শাশুড়ি অঞ্জলীরানি সরকার তারাপদ সাহা ও কার্তিক চন্দ্র মণ্ডলের কাছ থেকে ১৫৫ শতক জমি কেনেন। পরে ১২৬ শতক জমি বিক্রি করে দেওয়া হয়। আর বাকি ২৯ শতক জমিতে ১৯৬৪ সাল থেকে বাস করছেন বাসন্তিদেবী।

২০০৭ সালে তারাপদ সাহার ছেলে মহাদেব সাহা রানাঘাট মহকুমা আদালতে বাসন্তীদেবীর স্বামী শিশির সরকারকে বিবাদি করে মামলা করেন। কিন্তু ২০০৯ সালে সেই মামলায় বিচারক তাঁদের পক্ষেই রায় দেয় বলে বাসন্তীদেবীর দাবি। তাঁর অভিযোগ, “মামলায় হেরে যাওয়ার পরেও নানা ভাবে আমাদের উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা হতে থাকে। গত ১০ ডিসেম্বর শান্তিপুর থানার ওসি এসে শ্রমিক দিয়ে আমার বাড়ি দখল করে বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে দেওয়ার কথা বলেন। আমার ছেলেরা ২৯ ডিসেম্বর শান্তিপুর থানায় গিয়েছিল। সেখানে ওসির সামনেই পিটার জমি দখল করবে বলে শাসায়।’’

বাসন্তীদেবীর ছেলে অভিজিত্‌ বলেন, “শুধু পিটার একা নয়, তার ঘনিষ্ঠ দুষ্কৃতীরাও আমাদের নিয়মিত হুমকি দিচ্ছে। পিটার এই জমি দখল করে যার কাছে বিক্রি করতে চাইছে, সুপেন বসাক নামে সেই প্রোমোটারের সঙ্গে পিটারের কথাবার্তার রেকর্ডও আমাদের কাছে এসেছে। আমরা সেটা তৃণমূলের জেলা নেতাদের হাতে তুলে দিয়েছি।’’ যদিও সুপেন বসাকের দাবি, “পিটার বা শুভঙ্কর বলে কোনও তৃণমূল নেতাকেই আমি চিনি না।” আর পিটার বলেন, “সুপেন বসাককে আমি চিনি, কথাবার্তাও হয়। কিন্তু তাঁর সঙ্গে আমার জমি সংক্রান্ত ব্যবসার কোনও সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।”

শান্তিপুর থানার পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে জেলার পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, “অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

land krishnanagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE