Advertisement
২০ এপ্রিল ২০২৪

পরীক্ষা কবে, জানেন না পড়ুয়ারাই

পরীক্ষা কবে? কেউ জানেন না। ভুলে ভরা ফল প্রকাশের পর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নতুন রোগ, পরীক্ষার দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি। ২০১৪ সালের নভেম্বর বড়জোর ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের দূরবর্তী শিক্ষার দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। চার মাস পেরিয়ে গিয়েছে।

মনিরুল শেখ
কল্যাণী শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৫ ০১:১৩
Share: Save:

পরীক্ষা কবে?

কেউ জানেন না। ভুলে ভরা ফল প্রকাশের পর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নতুন রোগ, পরীক্ষার দিনক্ষণ নিয়ে বিভ্রান্তি। ২০১৪ সালের নভেম্বর বড়জোর ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের দূরবর্তী শিক্ষার দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। চার মাস পেরিয়ে গিয়েছে। মধ্য-মার্চেও পরীক্ষার্থীরা জানেন না কবে তাঁদের পরীক্ষা। কে জানেন? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক পার্থসারথী দে বলছেন, “দেখি, দিন সাতেকের মধ্যেই ওই পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করব।” কিন্তু কেন এই বিলম্ব, সে ব্যাপারে স্পষ্ট কোনও কারণ তাঁর কাছে জানা যায়নি। তাঁর দায়সারা ব্যাখ্যা, কিছু কারিগরি সমস্যার জন্য পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করতে দেরি হচ্ছে।

মাস খানেক আগে অনেক ঢিলেমির পরে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম-এর প্রথম বর্ষের ফল বার হয়। অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অসম্পূর্ণ ফল প্রকাশ করেছিলেন। তা নিয়ে নদিয়া-মুর্শিদাবাদের একাধিক কলেজ কর্তৃপক্ষের ক্ষোভ রয়েছে। এ বার সেই তালিকায় উঠল পরীক্ষার দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা। এ ব্যাপারে বিভিন্ন স্টাডি সেন্টার কর্তৃপক্ষও বিশ্ববিদ্যালয়ের কাছে উত্তর পেয়েছেন, “হবে, হবে ঠিক সময়ে জানানো হবে।” কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারে প্রায় কুড়িটি কেন্দ্রে স্নাতকোত্তরের দুই বর্ষ মিলিয়ে কুড়ি হাজার পড়ুয়া পড়াশোনা করেন। স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষে পড়ুয়া সংখ্যা হাজার দশেক। বাংলা-ইংরেজি-ইতিহাস ও শিক্ষা বিজ্ঞানের পড়ুয়ারা স্নাতকোত্তর স্তরে দূরশিক্ষার সুযোগ পান। সাধারণত প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর নাগাদ পড়ুয়াদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়। ফল প্রকাশ হয় এপ্রিল নাগাদ। ২০১২-১৩ শিক্ষাবর্ষে দূরশিক্ষা বিভাগে ভর্তি হওয়া পড়ুয়াদের প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয় ২০১৪ সালের জানুয়ারি নাগাদ। ফল প্রকাশ হয় ওই বছরেরই ১৪ মার্চ। তারপর দ্বিতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা ছিল গেল বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে।

কিন্তু এ বছর মার্চের প্রথম সপ্তাহ শেষ হতে চললেও পরীক্ষা কবে হবে সে ব্যাপারে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলতে পারছেন না। পড়ুয়াদের দাবি, একাধিকবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগের সঙ্গে যোগাযোগ করেও পরীক্ষা সংক্রান্ত কোনও তথ্য তাঁরা পাচ্ছেন না। একই বক্তব্য দূরশিক্ষা কেন্দ্রগুলির কো-অর্ডিনেটরদেরও। নদিয়ার একটি কলেজের কো-অডিনেটর বলছেন, “অন্যান্য বছর বিশ্ববিদ্যালয় ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিত। কিন্তু এ বছর মার্চেও কোনও খবর মিলছে না। বার বার যোগাযোগ করেও পরীক্ষা নিয়ামকের দফতর থেকে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যাচ্ছে না। অন্যদিকে পড়ুয়ারা প্রতিনিয়ত আমাদের পরীক্ষার দিনলিপি জানতে চাইছেন।”

দূরশিক্ষা বিভাগে বাংলায় এমএ করছেন নাকাশিপাড়ার বাসিন্দা দীপিকা দাস। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের অন্দরেই আমাদের ‘স্টাডি সেন্টার।’ বার বার সেখানে খোঁজ নিয়েও পরীক্ষা কবে হবে তা জানতে পারছি না।” কেন্দ্রগুলি অক্টোবরের মধ্যে পড়ুয়াদের পাঠক্রম শেষ করেছিল। এখনও পরীক্ষা শুরু না হওয়ায় বেকায়দায় পরীক্ষার্থীরা। এপ্রিল নাগাদ ফল বার হলে পরীক্ষার্থীরা বিএড-এ ভর্তির জন্য আবেদন করতে পারতেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীন বহরমপুরে খ্রিস্টান বিএড কলেজে ফেব্রুয়ারির শেষ নাগাদ বিএড-এ ভর্তির জন্য আবেদনপত্র পূরণ করতে হয়। সে সুযোগ এ বার পাচ্ছেন না পড়ুয়ারা।

ছেলেমেয়েদের প্রশ্ন, বিভিন্ন বিএড কলেজে ক্রমেই ক্ষীণ হয়ে আসছে ভর্তির সুযোগ। এর পর? কেউ জানেন না তার উত্তর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kalyani university examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE