Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফের বোমাবাজি, গুলি কালিয়াচকে

পার্কিং থেকে তোলা আদায় ঘিরে দুই গোষ্ঠীর বোমাবাজি ও গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল মালদহের কালিয়াচকের সাইলাপুর। মঙ্গলবার সকালে দুই গোষ্ঠীর বোমাবাজির মাঝে পড়ে গুরুতর জখম হন এক পথচারী।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:০০
Share: Save:

পার্কিং থেকে তোলা আদায় ঘিরে দুই গোষ্ঠীর বোমাবাজি ও গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল মালদহের কালিয়াচকের সাইলাপুর। মঙ্গলবার সকালে দুই গোষ্ঠীর বোমাবাজির মাঝে পড়ে গুরুতর জখম হন এক পথচারী। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় দু’জনেরই চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এলাকায় চলছে পুলিশি টহলদারি। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ জানিয়েছে, বোমায় জখম নকুল মণ্ডল কালিয়াচকের জানুটোলা গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ হয়েছেন লালু ঘোষ নামে এক ব্যক্তি। নকুলকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, দুষ্কৃতীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাইলার পাশেই ইংরেজবাজারের মহদিপুর আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন প্রায় হাজার খানেক পণ্যবাহী গাড়ি চলাচল করে এখান দিয়ে। এখানেই পার্কিং থেকে তোলা আদায় নিয়ে গ্রামের দুই দুষ্কৃতী তরুণ ঘোষ ও লক্ষণ ঘোষের বিবাদ চলছে দীর্ঘদিন। অভিযোগ, আগে তোলা আদায় করতো লক্ষণ ঘোষ। মাস ছয়েক ধরে পার্কিং থেকে তোলা আদায় করছে তরুণ। এই নিয়ে দু’পক্ষে একাধিক বার গুলি, বোমা নিয়ে লড়াই হয়েছে।

এ দিন সকাল সাতটা থেকে ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সময় সাইকেল নিয়ে বাজার করতে যাচ্ছিলেন নকুল মন্ডল। দু’দলের বোমাবাজির মাঝে পড়ে গুরুতর ভাবে জখম হন তিনি। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যান সীলামপুর গ্রামীণ হাসপাতালে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকেরা স্থানান্তরিত করে দেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। নকুলবাবু বলেন, ‘‘কিছুক্ষণের জন্য বোমাবাজি থেমে যাওয়ায় বাজার করতে যাচ্ছিলাম। ফের বোমাবাজি শুরু হয়ে যায়।’’

এ দিনের ঘটনায় গুলিবিদ্ধ লালু ঘোষ লক্ষণ ঘোষের ঘণিষ্ঠ বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণ ও লক্ষণের খোঁজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bombardment Kaliachak
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE