Advertisement
২৪ এপ্রিল ২০২৪

যাতায়াতের দাবি

তোর্সার ফাঁসিরঘাট দিয়ে যাতায়াতের ব্যবস্থা চালু-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল এসইউসিআই। সোমবার ওই ইস্যুতে কোচবিহারের জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান দলের কর্মীসমর্থকেরা। আন্দোলনকারীদের অভিযোগ, তোর্সার ফাঁসিরঘাটে নৌকা ও বাঁশের সাঁকো পেরিয়ে কোচবিহার ১ ব্লকের টাপুরহাট, পসারীরহাট, সাতমাইল, বালাগ্রাম-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা কোচবিহার শহরে আসেন।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০১:৩২
Share: Save:

তোর্সার ফাঁসিরঘাট দিয়ে যাতায়াতের ব্যবস্থা চালু-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল এসইউসিআই। সোমবার ওই ইস্যুতে কোচবিহারের জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখান দলের কর্মীসমর্থকেরা। আন্দোলনকারীদের অভিযোগ, তোর্সার ফাঁসিরঘাটে নৌকা ও বাঁশের সাঁকো পেরিয়ে কোচবিহার ১ ব্লকের টাপুরহাট, পসারীরহাট, সাতমাইল, বালাগ্রাম-সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা কোচবিহার শহরে আসেন। অন্য দিকে শহরের বাসিন্দা ও কোচবিহার ২ ব্লকের বাসিন্দারাও নানা কাজে ওই ঘাট পেরিয়ে কোচবিহার ১ ব্লকের বিভিন্ন এলাকায় যান। অথচ এক মাস ধরে ওই ঘাট দিয়ে পারাপার বন্ধ। যদিও ওই ঘাটে পারাপারের টেন্ডার ইতিমধ্যে হয়ে গিয়েছে। এসইউসিআইয়ের কোচবিহার শহর সম্পাদক নেপাল মিত্র বলেন, “প্রায় ১০ কিমি ঘুরপথে বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে। অথচ প্রশাসনের হেলদোল নেই।” প্রশাসন সূত্রের খবর, এ বার নতুন সংস্থা ওই ঘাট পারাপারের টেন্ডার পেয়েছে। নতুন নৌকা তৈরির জন্য কিছুটা সময় লাগছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DM office SUCI torsa cooch behar sat mile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE