Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রূপার সভায় কর্মী বিক্ষোভ

সভাস্থলে পৌঁছতে ঘণ্টা চারেক দেরি হওয়ায় সভায় আসা কর্মী-সমর্থকরা নিজেদের মধ্যেই বাকবিতন্ডায় জড়ালেন। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের কর্মিসভাকে ঘিরে সোমবার এই ঘটনা ঘটল জলপাইগুড়ির ময়নাগুড়িতে৷

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৮
Share: Save:

সভাস্থলে পৌঁছতে ঘণ্টা চারেক দেরি হওয়ায় সভায় আসা কর্মী-সমর্থকরা নিজেদের মধ্যেই বাকবিতন্ডায় জড়ালেন। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের কর্মিসভাকে ঘিরে সোমবার এই ঘটনা ঘটল জলপাইগুড়ির ময়নাগুড়িতে৷ বারোটায় সভা শুরুর কথা থাকলেও আগেই পৌঁছে যান কর্মীরা। চার ঘণ্টা কাটার পরে সভাস্থলের সামনে দিয়েই দলের এক যুব নেতার বাড়িতে নেত্রী গিয়েছেন এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। পরে রূপা গঙ্গোপাধ্যায় নিজে এসে পরিস্থিতি সামলান। দেরিতে পৌঁছনোর জন্য কর্মীদের কাছে দুঃখপ্রকাশও করেন তিনি৷ জলপাইগুড়িতে এসে তিনি জানান, আলিপুরদুয়ার থেকে ময়নাগুড়ি আসতে রাস্তায় অনেক জায়গাতেই দলের কর্মী-সমর্থকরা পথ আটকে উত্তরবঙ্গের নানান সমস্যার কথা তাঁর কাছে তুলে ধরেন৷ তাই এই দেরি৷agi

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rupa gangopadhyay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE