Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চেয়ারম্যান কে, টানাপড়েন শুরু আলিপুরদুয়ারে

২০১৩ সালের পুর নির্বাচনে আলিপুরদুয়ারে ২০টি আসনের মধ্যে ৮টিতে জয়ী হয়েছিল বামেরা৷ ৬টি করে আসনে জয়ী হয় কংগ্রেস ও তৃণমূল৷

পরবর্তী পুর চেয়ারম্যান নিয়ে দাবি ও পাল্টা দাবি উঠতে শুরু করে দিল তৃণমূলের অন্দরে৷

পরবর্তী পুর চেয়ারম্যান নিয়ে দাবি ও পাল্টা দাবি উঠতে শুরু করে দিল তৃণমূলের অন্দরে৷

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ ০১:৩৪
Share: Save:

পুর নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি৷ কিন্তু আলিপুরদুয়ারে পরবর্তী পুর চেয়ারম্যান নিয়ে দাবি ও পাল্টা দাবি উঠতে শুরু করে দিল তৃণমূলের অন্দরে৷ যার জেরে রাজ্য নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও পুর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে দোটানায় বিদায়ী চেয়ারম্যান আশিস দত্ত৷ যদিও আশিসবাবুর দাবি, শারীরিক ও বয়সের কারণেই তিনি এখনও পর্যন্ত প্রার্থী হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেননি৷

২০১৩ সালের পুর নির্বাচনে আলিপুরদুয়ারে ২০টি আসনের মধ্যে ৮টিতে জয়ী হয়েছিল বামেরা৷ ৬টি করে আসনে জয়ী হয় কংগ্রেস ও তৃণমূল৷ কংগ্রেসের সমর্থন নিয়ে বোর্ড গড়ে বামেরা৷ কিন্তু বছর খানেকের মধ্যেই কংগ্রেস কাউন্সিলাররা তৃণমূলে যোগ দেন৷ ফলে আলিপুরদুয়ারের পুরবোর্ডও তৃণমূলের দখলে চলে যায়৷ চেয়ারম্যান হন আশিসবাবু৷

কিন্তু কয়েক মাস আগে আচমকাই আর নির্বাচনে না দাঁড়ানোর ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন আশিসবাবু৷ পরবর্তীতে দলীয় নেতৃত্বের নির্দেশে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি৷ তবে মাসখানেক আগে প্রশাসনের তরফে প্রকাশ করা পুর নির্বাচনের আসন সংরক্ষণের তালিকায় দেখা যায় আশিসবাবুর নিজের ওয়ার্ডটি এবার সংরক্ষণের আওতায় পড়েছে৷ ফলে এ বারের পুর নির্বাচনে তাঁর প্রার্থী হওয়াটা অনিশ্চিত হয়ে পড়ে৷ কিন্তু তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা বলেন, “দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আশিসবাবু এ বারে পুর নির্বাচনেও প্রার্থী হচ্ছেন৷ শহরের যে কোনও ওয়ার্ড থেকে তাঁকে প্রার্থী করা হবে৷”

তবে রাজ্য নেতৃত্ব চাইলেও প্রার্থী হওয়া নিয়ে এখনও দোটানায় আশিসবাবু নিজেই৷ কিন্তু কেন? আশিসবাবুর বিরোধী গোষ্ঠী বলে পরিচিত তৃণমূল নেতাদের একাংশের দাবি, ২০১৪ সালে তৃণমূল পুরসভার দখল নেওয়ার সময় আশিসবাবুর পাশাপাশি আরেক প্রাক্তন চেয়ারম্যান তথা দলের আলিপুরদুয়ার ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায়ও চেয়ারম্যান পদের দাবিদার ছিলেন৷ দীপ্তবাবু ঘনিষ্ঠ তৃণমূলের ওই নেতাদের আরও দাবি, আশিসবাবু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চেয়ারম্যান পদ সামলানোর পর বাকি সময়টা সেই দায়িত্বে থাকবেন দীপ্তবাবু সামলাবেন বলে ঠিক হয়৷ কিন্তু পরবর্তীতে দীপ্তবাবুর আর চেয়ারম্যান হয়ে ওঠা হয়নি৷

এই পরিস্থিতিতে এবার দল ক্ষমতায় এলে দীপ্তবাবুকে চেয়ারম্যান করতে মরিয়া তৃণমূলের ওই নেতারা৷ এবং পুর নির্বাচন না হলেও ঘরোয়া আলোচনায় এখনও পর্যন্ত সেই চেষ্টায় তারা অনেকটা এগিয়ে বলেই মত ওই নেতাদের৷ আর তাই বিষয়টি বুঝতে পেরে আশিসবাবু নির্বাচনে দাঁড়ান নিয়ে দোটানায় বলে দাবি তাদের৷ যদিও দীপ্তবাবু বলেন, এটা সম্পুর্ন দলের ব্যাপার৷ দল যদি আমায় প্রার্থী করে তবে নির্বাচনে দাঁড়াব৷ পরবর্তীতে কোন পদ দিলে নেব৷ আর তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা বলেন, আলিপুরদুয়ার পুরসভায় আমরা ফের ক্ষমতায় এলে কে চেয়ারম্যান হবেন তা ঠিক করবেন দলের রাজ্য নেতৃত্ব৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Politics Alipurduar Panchayat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE