Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মডেল স্টেশন হবে আলিপুরদুয়ার

এ দিন নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে একটি মিল্ক পার্লারের উদ্বোধন করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার৷ স্টেশনে বা ট্রেনে কি কি সমস্যা রয়েছে তা নিয়ে যাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি৷ তবে স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন জেনারেল ম্যানেজার৷

উদ্বোধন: রেল স্টেশনে চালু হল মিল্ক পার্লার। বুধবার। নিজস্ব চিত্র

উদ্বোধন: রেল স্টেশনে চালু হল মিল্ক পার্লার। বুধবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ০৩:২২
Share: Save:

আলিপুরদুয়ার জংশনকে বিশ্বমানের মডেল স্টেশন তৈরি করতে নকশার কাজ প্রায় শেষ৷ ফলে খুব শীঘ্রই এর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে বুধবার রেলের শীর্ষ কর্তারা জানিয়েছেন৷

দার্জিলিং ও আলিপুরদুয়ার জংশন স্টেশনকে বিশ্বমানের মডেল স্টেশন হিসাবে গড়ে তোলার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রেল৷ বুধবার সকালে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে একটি মিল্ক পার্লারের উদ্বোধন করতে এসেছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়৷ সেখানে বিষয়টি নিয়ে তার সঙ্গে আলিপুরদুয়ার ডিভিশনের রেল কর্তাদের কথা হয়৷ সেখানেই আলিপুরদুয়ারের ডিআরএম চন্দ্রবীর রমন জানান, আলিপুরদুয়ার জংশনকে বিশ্বমানের মডেল স্টেশন করতে সম্পূর্ণ নতুন ভাবে সাজিয়ে তোলা হবে৷ তার রূপরেখা তৈরি হয়ে গিয়েছে৷ নকশা তৈরির কাজও ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে৷ খুব শীঘ্রই টেন্ডার প্রত্রিয়া শুরু হবে৷ পাশাপাশি আলিপুরদুয়ার জংশন স্টেশন লাগোয়া জলাশয়টিকেও সাজিয়ে তোলা হবে বলে জানান তিনি৷

উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জানান, দার্জিলিং স্টেশনকেও বিশ্বমানের মডেল স্টেশন গড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ কিন্তু ঐতিহ্যবাহী ওই রেল স্টেশনটিকে যাতে তার বর্তমান রূপ বজায় রেখে বিশ্বমানের মডেল স্টেশনে পরিণত করা যায়, তার জন্য ইউনেস্কোর বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে৷ তিনি আরও জানান, ঐতিহ্যবাহী দার্জিলিং স্টেশনের যে আসল রূপ, তা ঠিক রেখে সেটিকে বিশ্বমানের স্টেশন করতেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাদের পরামর্শ অনুযায়ী সেখানে কাজ হবে৷

এ দিন নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে একটি মিল্ক পার্লারের উদ্বোধন করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার৷ স্টেশনে বা ট্রেনে কি কি সমস্যা রয়েছে তা নিয়ে যাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি৷ তবে স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন জেনারেল ম্যানেজার৷

জেনারেল ম্যানেজার জানান, নিউ জলপাইগুড়ি থেকে নিউ বঙ্গাইগাও পর্যন্ত রেল লাইনে বৈদ্যুতিকরণের কাজ ২০১৯-২০সালের মধ্যে শেষ হয়ে যাবে৷ পাশাপাশি ওই সময়ের মধ্যেই আলিপুরদুয়ার ডিভিশনে ডাবল লাইনের কাজ অনেকটা শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি৷ জেনারেল ম্যানেজার জানান, ডাবল লাইনের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করছে বড় বড় নদী৷ তবে সেখানেও রেল সেতু তৈরি করে ডাবল লাইনের কাজ চলছে বলে জানান তিনি৷

ট্রেনের সঙ্গে বন্যপ্রাণীর সংঘাত এখনও পুরোপুরি থামানো যায়নি৷ তবে এ ধরনের ঘটনা এড়াতে আলিপুরদুয়ার ডিভিশনের পাঁচটি রেল গেটে মৌমাছির গুঞ্জন ব্যাবহার করছেন রেল কর্তারা৷ শীঘ্রই আরও কিছু রেল গেটে এর ব্যাবহার শুরু হবে বলে এ দিন জানান তাঁরা৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alipurduar Station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE