Advertisement
২০ এপ্রিল ২০২৪

ডুয়ার্সে মুকুল

তৃণমূল সূত্রের খবর, পাহাড়ের উত্তেজনার আঁচ যাতে সমতলে না আসে, সে জন্যই মুকুলবাবুর আচমকা এই উত্তরবঙ্গ সফর৷ সূত্রের খবর, তিনি বীরপাড়া, কালচিনি ও আলিপুরদুয়ারে গিয়ে বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করবেন৷

মুকুল রায়।

মুকুল রায়।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ০২:১৬
Share: Save:

আচমকা ময়নাগুড়িতে হাজির তৃণমূল কংগ্রেস সাংসদ মুকুল রায়৷ এ দিন দুপুরে ময়নাগুড়িতে যান তিনি৷ একটি রেস্তোরাঁতে খাওয়া-দাওয়া করেন৷ সেখানেই একটি ঘরে পর্যটনমন্ত্রী গৌতম দেব ও জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তীর সঙ্গে একান্তে আলোচনাও করেন তিনি৷ তারপর আবার বেরিয়ে যান৷ মুকুল রায়ের আচমকা এই উত্তরবঙ্গ সফরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে৷ জানা গিয়েছে, এদিন দিল্লি থেকে বিমানে সোজা বাগডোগরা নামেন তিনি৷ সেখান থেকে সড়ক পথে মায়নাগুড়ি ইন্দিরা মোড় পৌঁছলে সেখানে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে সংবর্ধনা দেন৷ এরপরই রেস্তোরাঁতে চলে যান তিনি৷ সেখানে কর্মীদের সঙ্গে কথা বলার মাঝেই পৌঁছে যান জেলা সৌরভবাবু৷ খানিক্ষণ পর পৌঁছন গৌতমবাবু৷ দুপুর তিনটা নাগাদ মুকুলবাবু ডুয়ার্সের উদ্দেশ্যে বেরিয়ে যান৷

তৃণমূল সূত্রের খবর, পাহাড়ের উত্তেজনার আঁচ যাতে সমতলে না আসে, সে জন্যই মুকুলবাবুর আচমকা এই উত্তরবঙ্গ সফর৷ সূত্রের খবর, তিনি বীরপাড়া, কালচিনি ও আলিপুরদুয়ারে গিয়ে বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করবেন৷ যদিও প্রকাশ্যে একথা কেউ স্বীকার করেননি৷ ময়নাগুড়ি ছাড়ার আগে মুকুলবাবু নিজে বলেন, ‘‘আমি মাঝেমধ্যে ডুয়ার্সে ঘুরতে আসি৷ তাই এসেছি৷ কর্মীদের সঙ্গে কথাও বললাম৷ বীরপাড়া, কালচিনিতেও যাব৷ পাশাপাশি পুর নির্বাচন জন্য ধূপগুড়িতেও যাব৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dooars Mukul Roy TMC মুকুল রায়
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE