Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Jalpaiguri

জলপাইগুড়িতে ফের দলছুট হস্তিশাবক, জঙ্গলে ফিরলেও দলে ঢুকতে পারেনি

“যেহেতু মানুষের ছোঁয়া লাগেনি তাই আশা করছি শাবকটিকে হাতির পাল ফের তাদের সঙ্গে নিয়ে নেবে। গোটা পরিস্থিতি এবং হস্তিশাবকটির স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে।”

জলপাইগুড়িতে ফের দলছুট হস্তিশাবক। নিজস্ব চিত্র।

জলপাইগুড়িতে ফের দলছুট হস্তিশাবক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ১৯:৩৩
Share: Save:

জলপাইগুড়িতে ফের দলছুট হয়ে পড়ল একটি হাস্তিশাবক। নাগরাকাটার বামনডাঙা চা বাগানে দলছুট হওয়া হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দিয়েছেন বনকর্মীরা। তবে এখনও শাবকটিকে দলে নেয়নি বাকি হাতিরা। তাই দূর থেকে তার দিকে নজর রাখছেন বনকর্মীরা। এর আগে শনিবার এক শাবক দলছুট হওয়ার পর তাকে আর দলে ফেরায়নি বাকি হাতিরা।

সোমবার ভোরে হঠাৎই মাস ছয়েক বয়সের একটি হস্তিশাবককে বামনডাঙ্গা চা বাগানের ফ্যাক্টরি চত্বরে ঘুরতে দেখেন সেখানকার মানুষ। একরত্তি ছানাটি ঢুকে পড়ে ম্যানেজারের বাংলোর লনে। খবর যায় বন দফতরে। বনকর্মীরা সেখানে পৌঁছে শাবকটিকে জঙ্গলের দিকে ঢুকিয়ে দেন। যাতে তার সঙ্গে মানুষের ছোঁয়া না লাগে সেদিকে নজর রাখা হয়। কারণ মানুষের ছোঁয়া লাগলে হাতির দল আর শাবকটিকে দলে ফেরায় না। এখন জঙ্গলের মধ্যেই রয়েছে হাতির পাল এবং দলছুট শাবকটি।

বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ারের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, “যেহেতু মানুষের ছোঁয়া লাগেনি তাই আশা করছি শাবকটিকে হাতির পাল ফের তাদের সঙ্গে নিয়ে নেবে। গোটা পরিস্থিতি এবং হস্তিশাবকটির স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে।”

আরও পড়ুন: দলছুট শাবককে কাছে নিল না মা-ও, গরুমারায় অনাথ শিশু হাতি

আরও পড়ুন: নদীর জল ‘রক্ত’ লাল, আচমকা রং বদলে আতঙ্ক, নামছে না হাঁসও​

এর আগে শনিবার ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানেও একটি হস্তিশাবক দল ছুট হয়ে পড়ে। বন কর্মীরা তাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্ট করলে ব্যর্থ হন। মানুষের ছোঁয়া লেগে যাওয়ায় সেটিকে ওই রাতে অনেক চেষ্টা করেও বনকর্মীরা পালের সঙ্গে মিশিয়ে দিতে পারেনি। এখন শাবকটিকে গরুমারা জাতীয় উদ্যানের পিলখানায় রাখা হয়েছে। শাবকটি অসুস্থ রয়েছে আর এখনও কোনও কুনকি মা হাতি তাকে গ্রহণ করেনি। তাই চিন্তায় রয়েছেন বনকর্মীরাও।

বন দফতরের অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, “পর পর ৩টি শাবক মায়ের থেকে দলছুট হয়ে পড়ল কয়েক দিনের ব্যবধানে। বামনডাঙ্গা চা বাগানে দলছুট হওয়া শাবকটিকে যদি শেষ পর্যন্ত তার দলে ফিরিয়ে না নেয় তবে বেশ সমস্যা হবে। কারণ, মানুষের আশ্রয়ে এ ভাবে তাকে বড় করা বেশ চ্যালেঞ্জিং। তাই বন কর্মীরা জঙ্গলে ঢুকিয়ে দিলেও শাবকটির উপরে নজর রাখছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jalpaiguri Elephant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE