Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অশোকের আমন্ত্রণে শিলিগুড়িতে ভাইচুং

এয়ারভিউ মোড় থেকে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন। দূরত্ব খুব বেশি নয়। একদিকে যখন তৃণমূলের ধর্না অবস্থান চলছে, অন্য দিকে অশোক ভট্টাচার্যের আমন্ত্রণে এসে শিলিগুড়ি ঘুরে গেলেন তৃণমূলের প্রাক্তন জেলা কার্যকরী সভাপতি তথা বর্তমানে হামরো সিকিম দলের নেতা ভাইচুং ভুটিয়া।

হাতে-হাত: একদা প্রতিদ্বন্দ্বী অশোক ভট্টাচার্য এবং ভাইচুং ভুটিয়া। নিজস্ব চিত্র

হাতে-হাত: একদা প্রতিদ্বন্দ্বী অশোক ভট্টাচার্য এবং ভাইচুং ভুটিয়া। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২২
Share: Save:

এয়ারভিউ মোড় থেকে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন। দূরত্ব খুব বেশি নয়। একদিকে যখন তৃণমূলের ধর্না অবস্থান চলছে, অন্য দিকে অশোক ভট্টাচার্যের আমন্ত্রণে এসে শিলিগুড়ি ঘুরে গেলেন তৃণমূলের প্রাক্তন জেলা কার্যকরী সভাপতি তথা বর্তমানে হামরো সিকিম দলের নেতা ভাইচুং ভুটিয়া। গত নির্বাচনে অশোক ভট্টাচার্যের বিরুদ্ধেই তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি।

পুরসভার বস্তি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে এসে ভাইচুং কলকাতায় সিপির বাড়িতে সিবিআইয়ের হানা সম্পর্কে জানিয়েছেন, কেন্দ্র রাজ্য দুই তরফেই ভুল ছিল। তবে ভাইচুংয়ের সিবিআই সংক্রান্ত মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। ভাইচুং বলেন, ‘‘বিষয়টি খুবই অনভিপ্রেত। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় তরফেই ভুল ছিল। উভয়কেই এর সমাধান খুঁজে বের করতে হবে।’’

গত বছরই নির্বাচনে হেরে যাওয়ার পর তৃণমূল ছেড়ে সিকিমে নিজের দল হামরো সিকিম পার্টি শুরু করেছিলেন ভাইচুং। তৃণমূলের দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য রঞ্জন সরকার বলেন, ‘‘ভাইচুং খেলাটা ভাল বোঝেন, সেটাতে মনোনিবেশ করলেই দেশের উন্নতি। বাকিটা যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত।’’

সিবিআই নিয়ে তৃণমূলের অবস্থানের সমালোচনাই কেবল নয়, দার্জিলিং লোকসভার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও বামেদের সুরেই এদিন কথা বলেছেন ভাইচুং। তাঁর দাবি, কেবল পাহাড় নয়, পাহাড় সমতল উভয় এলাকার সমর্থনেই প্রার্থী ঠিক হওয়া উচিত। অশোকবাবু বলেন, ‘‘আজকাল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা চলছে। বিরোধী দলের হলেই তাঁকে হেনস্থা করা হয়। আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE