Advertisement
২০ এপ্রিল ২০২৪

অশোকের অভিযোগ

শিলিগুড়ি পুরসভাকে টাকা না দেওয়ার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকবারই তুলেছেন।

অশোক ভট্টাচার্য

অশোক ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা 
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০১:২৮
Share: Save:

শিলিগুড়ি পুরসভাকে টাকা না দেওয়ার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকবারই তুলেছেন। এবার শিলিগুড়ির বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য নিজের তহবিলের টাকা খরচা করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন জেলাশাসকের বিরুদ্ধে। যদিও জেলাশাসক জয়সী দাশগুপ্ত দাবি করেছেন, নিয়ম মেনেই কাজ করছেন। তিনি জেলার দায়িত্বে আসার পরে তাঁর ৩ কোটি টাকা অনুমোদনও করেছেন।

বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকায় শিলিগুড়ি পুর এলাকায় নানা পরিকল্পনা নিয়েছিলেন মেয়র তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। কিন্তু জেলা প্রশাসনের জন্য সেগুলি বাস্তবায়িতে করতে করতে পারছেন না তিনি। এ রকমই অভিযোগ তুলেছেন তিনি। পরিকল্পনা পাঠালে তাতে নানা রকমের প্রশ্ন তুলে তা বাতিল করে দিচ্ছে জেলাশাসকের দফতর। তা রাজনৈতিক কারণেই করা হচ্ছে বলেও দাবি অশোকবাবুর। তাঁর কথায়, ‘‘এলাকায় কিছু অ্যাম্বুল্যান্স দেব। প্রশ্ন এল, চালাবে কে? সরকারি স্কুলের উন্নয়নে টাকা খরচা করব। প্রশ্ন এল, স্কুলের জমির দলিল কোথায়?’’

জেলাশাসক অবশ্য দাবি করছেন, তিনি সরকারি নিয়ম মেনেই কাজ করছেন। তাঁর কথায়, ‘‘জেলার অন্য বিধায়কদের ক্ষেত্রে তো এ রকম অভিযোগ উঠছে না। আমি আসার পর তার প্রায় ৩ কোটি টাকা অনুমোদন করে দিয়েছি।’’ জেলা প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, স্কুল পূর্ত দফতরের জায়গায় হলে তাদের নো অবজেকশন চাই। জেলের মধ্যে ফ্যান লাগানোর নির্দেশ দিতে গেলেও কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Complaint District Magistrate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE