Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মহিলাদের সঙ্গে ‘মন্দ’ আচরণ গুরুংয়ের, নালিশ

ঘটনাচক্রে, এ দিন বিনয় পাহাড়ের বিরোধী দল হিসেবে জিএনএলএফ-কে তাঁরা দেখবেন বলে ঘোষণা করে দিয়েছেন। বিনয় বলেন, ‘‘অনেক হয়েছে।

বার্তা: দার্জিলিঙের অনুষ্ঠানে বিনয়। নিজস্ব চিত্র

বার্তা: দার্জিলিঙের অনুষ্ঠানে বিনয়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ০২:০৬
Share: Save:

এ বার দলের মেয়েদের একাংশের সঙ্গে বিমল গুরুংয়ের খারাপ আচরণের অভিযোগে আইনি প্রক্রিয়া শুরুর হুঁশিয়ারি দিলেন বিনয় তামাং। রবিবার দার্জিলিঙের এক অনুষ্ঠানে জিটিএ-র কেয়ারটেকার চেয়ারম্যান তথা গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান সভাপতি বিনয় দাবি করেছেন, দলের ৩টি মেয়ে স্পষ্ট অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘‘ওই তিনজন দলীয় সদস্যা বিমল গুরুংয়ের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ এনেছেন। তাঁরা আদালতে যাবে বলে প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু, আইনি প্রক্রিয়া মেনে প্রথমে প্রথমে অভিযোগ দায়ের করবেন। তার পরে মামলা দায়েরের পথে এগোবেন।’’

কবে তাঁদের সঙ্গে কী ধরনের অভব্য আচরণ করেছেন গুরুং, সেই প্রশ্নে স্পষ্ট করে কিছু জানাননি বিনয়। তাঁর কথায়, ‘‘যখন অভব্য আচরণ হয়েছে তখন বলার মতো সাহস ছিল না ওই মেয়েদের। এখন ওঁরা মুখ খোলার সাহস পাচ্ছেন। আমরা পাশে থাকব।’’ নানা মামলায় অভিযুক্ত হয়ে গুরুং এখন ফেরার। ফলে, তঁর বক্তব্য জানা যায়নি। কিন্তু, গুরুং ঘনিষ্ঠ মোর্চা নেতা-কর্মীদের একাংশ জানান, শীঘ্রই রোশন গিরির হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই অভিযোগ কতটা ভিত্তিহীন তা নিয়ে বিবৃতি দেবেন গুরুং। প্রয়োজনে গুরুংয়ের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও গুরুং-অনুগামী একাধিক মোর্চা কর্মী দাবি করেছেন।

ঘটনাচক্রে, এ দিন বিনয় পাহাড়ের বিরোধী দল হিসেবে জিএনএলএফ-কে তাঁরা দেখবেন বলে ঘোষণা করে দিয়েছেন। বিনয় বলেন, ‘‘অনেক হয়েছে। আমরা এখন থেকে পাহাড়ের বিরোধী দল হিসেবে জিএনএলএফকে দেখব।’’ তবে জিএনএলএফের উপরে চাপ বাড়াতে প্রয়াত সুবাস ঘিসিঙের আমলে জিএনএলএফ নেতা সিকে প্রধানের খুনের ঘটনার সিবিআই তদন্ত চাওয়া হবে বলে জানিয়েছেন জিটিএ-র কেয়ারটেকার চেয়ারম্যান। একদা ঘিসিংয়ের প্রতিদ্বন্দ্বী নেতা সিকে খুনের পরে ঘিসিং ঘনিষ্ঠদের একাংশের বিরুদ্ধে পাহাড়ে নানা অভিযোগ উঠেছিল। ওই মামলায় এক জন গ্রেফতার হন। জিএনএলএফের সভাপতি মন ঘিসিং বিনয়ের এই বক্তব্যের কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। তবে তাঁর ঘনিষ্ঠ তথা জিএনএলএফের কেন্দ্রীয় কমিটির এক নেতা জানান, তাঁরাও পাহাড়ে উন্নয়নের জন্য বরাদ্দ টাকা গত ৭ বছর ধরে কী ভাবে, কোথায় নয়ছয় হয়েছে তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব পাহাড়ের দলগুলির চাপানউতর নিয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bimal Gurung GTA Binay Tamang
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE