Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নিজস্বী না তুলে কাজ করার দাওয়াই

দলের প্রচার কৌশল বাতলাতে গিয়ে তিনি বললেন, ‘‘নেতাদের সঙ্গে মোবাইল ফোনে সেলফি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বন্ধ করুন। এ ভাবে নেতা হওয়া যায় না। তার বদলে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই দলের প্রচার শুরু করে দিন।’’

হুঁশিয়ারি: কর্মিসভায় বেচারাম। নিজস্ব চিত্র

হুঁশিয়ারি: কর্মিসভায় বেচারাম। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হেমতাবাদ শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ০৫:৫৪
Share: Save:

তৃণমূলের কৃষক সংগঠন কিসান ক্ষেতমজুর কমিটির কর্মিসভা চলছিল তখন। মঞ্চে বসে আছেন উত্তর দিনাজপুরের হেভিওয়েট সব জেলা নেতারা। আর মাইকের সামনে তৃণমূলের কৃষক সংগঠন কিসান ক্ষেতমজুর কমিটির রাজ্য সভাপতি তথা তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। দলের প্রচার কৌশল বাতলাতে গিয়ে তিনি বললেন, ‘‘নেতাদের সঙ্গে মোবাইল ফোনে সেলফি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বন্ধ করুন। এ ভাবে নেতা হওয়া যায় না। তার বদলে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই দলের প্রচার শুরু করে দিন।’’

শনিবার হেমতাবাদের থানা মাঠে প্রকাশ্যে এ ভাবেই দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন বেচারাম। ওই মন্তব্যের জেরে মঞ্চে থাকা জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য-সহ দলের নেতাদের অনেকেই অস্বস্তিতে পড়ে যান। তবে দর্শকাসনে থাকা তৃণমূল কর্মীদের অনেকেই উচ্ছ্বাসে হাততালি দিতে শুরু করেন। দলীয় নেতা ও কর্মীরা কীভাবে প্রচার করবেন, এ দিনের কর্মিসভায় তাও বাতলে দিয়েছেন বেচারাম। তাঁর বক্তব্য, ‘‘গত সাত বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে যত উন্নয়ন করেছেন, তা একদিনে বলে শেষ করতে পারবেন না। তাই এখন থেকে জেলার ন’টি ব্লকের ৯৮টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত বুথের হাটেবাজারে, দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার শুরু করে দিন। প্রচারে মনোযোগ দিন। তাতে দলের ভাল হবে। আর দলের ভাল হলেই সাধারণ মানুষের আরও উন্নয়ন হবে।’’

মঞ্চে তখন অমল ছাড়াও বসে করণদিঘির তৃণমূল বিধায়ক মনোদেব সিংহ, জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল, দলের হেমতাবাদ ব্লক সভাপতি প্রফুল্ল বর্মণ, জেলা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দত্ত, জেলা পরিষদের তৃণমূলের কৃষি কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন, রায়গঞ্জ পুরসভার তৃণমূলের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও অন্য নেতারা। ছিলেন কিসান ক্ষেতমজুর কমিটির জেলা সভাপতি আনিসুর রহমানও।

তৃণমূলের অন্দরের খবর, দলের জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যস্তরের দলীয় কোনও নেতা ও মন্ত্রীরা জেলায় এলে তাঁদের সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের একাংশের নিজস্বী তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ঘটনার হিড়িক পড়ে যায়। আজ, রবিবারই দাড়িভিটে শুভেন্দুর সভা করার কথা রয়েছে। মৃত্যুঞ্জয় দত্তের দাবি, ‘‘জেলার ন’টি ব্লকের দলের বহু কর্মী নেতা-মন্ত্রীরা এলে তাঁরা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দলের স্বার্থে বেচারামবাবু সঠিক কথাই বলেছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE