Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোহন নারাজ

জেলা পরিষদের সহকারী সভাধিপতি হতে রাজি নন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মোহন শর্মা৷ ফলে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর শুধু সভাধিপতিই নয়, আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি কে হবেন তা নিয়েও জোর জল্পনা শুরু খোদ শাসকদলের অন্দরে৷

মোহন-শর্মা।

মোহন-শর্মা।

পার্থ চক্রবর্তী
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ০২:০৫
Share: Save:

জেলা পরিষদের সহকারী সভাধিপতি হতে রাজি নন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মোহন শর্মা৷ ফলে পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর শুধু সভাধিপতিই নয়, আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি কে হবেন তা নিয়েও জোর জল্পনা শুরু খোদ শাসকদলের অন্দরে৷

দলের বর্তমান জেলা সভাপতি মোহন শর্মাই। কিন্তু এ বার আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতির পদটি সংরক্ষণের আওতায় রয়েছে৷ ফলে মোহনবাবু এ বার আর সভাধিপতি হতে পারবেন না। তৃণমূল সূত্রের খবর, সে জন্য মোহনবাবু এ বার জেলা পরিষদের প্রার্থী হতেও রাজি ছিলেন না৷ পরে রাজি হন। তৃণমূলের শীর্ষ নেতারা কার্যত নিশ্চিত ছিলেন, নির্বাচনে জয়ী হলে সহকারী সভাধিপতির পদে বসেই আলিপুরদুয়ার জেলা পরিষদ পরিচালনা করবেন মোহন শর্মা৷ ঘনিষ্ঠ মহলে মোহনবাবুকে একাধিকবার বলতেও শোনা যায়, দলের জেলা শীর্ষ নেতা হিসাবে জেলা পরিষদ তিনিই পরিচালনা করবেন৷ ফলে তিনিই যে সহকারী সভাধিপতি হবেন সে ব্যাপারে আরও নিশ্চিত হন তার দলের নেতারা৷ কিন্তু বিপুল ভোটে জয়ী হওয়ার পরই শুক্রবার মোহনবাবু জানিয়ে দিলেন, “রাজ্যের শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রার্থী হয়েছি৷ কিন্তু এতদিন সভাধিপতি থাকার পর এখন আর সহকারী সভাধিপতি হতে চাই না৷” মোহনবাবুর এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতির পাশাপাশি সহকারী সভাধিপতি কে হবেন তা নিয়েও জেলার রাজনৈতিক মহল ও শাসকদলের অন্দরে জল্পনা শুরু হয়ে গিয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE