Advertisement
২০ এপ্রিল ২০২৪

কেবিনে আনা হল বিনয়কে

নার্সিংহোম সূত্রের খবর, বিনয়ের রক্তচাপ, মূত্র অনেকটাই স্বাভাবিক হয়েছে।

চিকিৎসা: স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে বিনয়ের। শনিবার। নিজস্ব চিত্র

চিকিৎসা: স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে বিনয়ের। শনিবার। নিজস্ব চিত্র

কৌশিক চৌধুরী
শিলিগুড়ি শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ০৩:৪০
Share: Save:

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার বিকেলে মোর্চা সভাপতি বিনয় তামাংকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হল। শুক্রবার শিলিগুড়ির কাছে মাটিগাড়ার একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছিল। এ দিন নার্সিংহোমের মেডিক্যাল বোর্ড কয়েক দফায় তাঁর স্বাস্থ্য পরীক্ষার পরে কেবিনে রাখার সিদ্ধান্ত নেয়।

নার্সিংহোম সূত্রের খবর, বিনয়ের রক্তচাপ, মূত্র অনেকটাই স্বাভাবিক হয়েছে। শুধুমাত্র হৃদয় এবং কিডনির কিছু সমস্যা রয়েছে। তাঁকে আরও অন্তত ৭২ ঘণ্টা নার্সিংহোমে থাকতে হবে। টানা স্যালাইন চালিয়ে বিনয়ের শরীরের জলের অভাব পূরণ করার চেষ্টা চলছে। শনিবার দুপুরে তিনি স্যুপ খেয়েছেন। রাতে সামান্য গলা ভাত খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এ দিন কেবিনে রাখার পরে পরিবারের লোকজন নিয়মিত দেখা করছেন তাঁর সঙ্গে।

বিনয়ের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের নেতৃত্বে থাকা চিকিৎসক প্রেম দোরজি ভুটিয়া বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় বিনয় তামাং অনেকটা সুস্থ হয়েছেন। তবে হৃদযন্ত্র এবং কিডনির চিকিৎসা চলবে। হালকা খাবার দেওয়া হয়েছে। কেবিনে নিজের মত তিনি পরিবারের সঙ্গে থাকতে পারছেন, এতে মানসিকভাবে সুস্থ হতে পারবেন। আমরা নিয়মিত ওঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছি।’’

শনিবার সকালে নার্সিংহোমে গিয়ে বিনয়কে দেখে আসেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। তিনি বলেন, ‘‘উনি ভাল আছেন। চিকিৎসকদের আশা উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।’’

৬ অক্টোবর থেকে পাহাড়ের চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার দাবিতে মোর্চা সভাপতি বিনয় তামাং আমরণ অনশন শুরু করেন। দার্জিলিং মোটরস্ট্যান্ডে টানা ছয়দিন নির্জলা অনশনে তিনি অসুস্থ হয়ে পড়েন।

শুক্রবার দুপুরে কলকাতায় বৈঠকে মালিকপক্ষ ২০ শতাংশ বোনাসের দাবি মেনে নিলে অনশন তোলেন বিনয়। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতাল ভর্তি করানো হয়। শ্বাসকষ্ট, পেটে ব্যথা, মূত্রে রক্ত ছাড়াও শরীরে একাধিক

সমস্যা দেখা দেয়। ওই রাতে

অক্সিজেন দিয়ে বিশেষ অ্যাম্বুল্যান্সে তাঁকে শিলিগুড়ি মাটিগাড়ার ওই নার্সিংহোমে এনে ভর্তি করানো হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Binay Tamang Morcha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE