Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জেলবন্দি কাউন্সিলরের সঙ্গে সাক্ষাৎ বিজেপি নেতৃত্বের

মালদহ জেলা সংশোধনাগারে গিয়ে ইংরেজবাজার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের জয়ী কাউন্সিলর সঞ্জয় শর্মার সঙ্গে দেখা করলেন বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারামন, রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ ও রাজ্য সভাপতি রাহুল সিংহ। রাহুলবাবু বলেন, ‘‘আমি শুনেছি, এখানকার মন্ত্রীর ঘনিষ্ঠ এক নেত্রীকে সঞ্জয় বাবু হারিয়ে দেওয়ায় তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমরা সব সময় সঞ্জয় বাবুর পাশে রয়েছি।’’

মালদহ সংশোধনাগারে রাহুল সিংহ।

মালদহ সংশোধনাগারে রাহুল সিংহ।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:৩৭
Share: Save:

মালদহ জেলা সংশোধনাগারে গিয়ে ইংরেজবাজার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের জয়ী কাউন্সিলর সঞ্জয় শর্মার সঙ্গে দেখা করলেন বিজেপির কেন্দ্র ও রাজ্য নেতৃত্ব। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারামন, রাজ্যের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ ও রাজ্য সভাপতি রাহুল সিংহ। রাহুলবাবু বলেন, ‘‘আমি শুনেছি, এখানকার মন্ত্রীর ঘনিষ্ঠ এক নেত্রীকে সঞ্জয় বাবু হারিয়ে দেওয়ায় তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমরা সব সময় সঞ্জয় বাবুর পাশে রয়েছি।’’

৩০ শে এপ্রিল বিরোধীদের ডাকা ধর্মঘটের দিন সঞ্জয়বাবুর নেতৃত্বে ইংরেজবাজার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রতিভা সিংহের উপর হামলা হয় বলে অভিযোগ। এই মামলাতেই বর্তমানে জেলবন্দি তিনি। শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ তাঁর সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতৃত্ব। এখানেই সাংবাদিকদের কাছে দলের রাজ্য পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ অভিযোগ করেন, ‘‘আমাদের প্রতিনিধিরা গ্রামে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে চান। কিন্তু রাজ্য সরকার তা চায় না। তাই আমাদের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে।’’

এদিন মালদহে দলের জেলা কার্যালয়ে মালদহ ও দুই দিনাজপুরে জেলা সভাপতি ও সম্পাদকদের নিয়ে বৈঠক করলেন বিজেপি নেতৃত্ব। বৈঠক শুরুর আগে সাংবাদিক বৈঠক করে রাহুলবাবু বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। লড়াই করে ২০১৬ সালে তৃণমূল মুক্ত বাংলা গড়ে তুলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE