Advertisement
২৩ এপ্রিল ২০২৪
BJP

‘বঞ্চনার’ তালিকা বিজেপির

জাতীয় স্তর, এলাকা ভিত্তিক ও বিধানসভা ভিত্তিক তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন দলীয় নেতৃত্ব। এ দিকে, তৃণমূল উন্নয়নের তালিকা নিয়ে ময়দানে নেমেছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ০৫:৩৭
Share: Save:

‘‘উত্তরবঙ্গ বঞ্চিত’’— এ কথা বার বারই বিজেপি নেতাদের মুখে শোনা যায়। এ বার বঞ্চনার তালিকা তৈরি করতে চলেছেন তাঁরা।

বিজেপির ‘ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি’র (২০২১) উত্তরবঙ্গ জ়োনের অ্যাজেন্ডা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে দীপ্তিমান সেনগুপ্তকে। দল সূত্রের খবর, তিনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওই তালিকা দলের শীর্ষনেতাদের জমা দিতে হবে। তা অমিত শাহ, জেপি নড্ডাদের হাতে পৌঁছবে। দীপ্তিমান বলেন, “কোচবিহার তথা উত্তরবঙ্গ বঞ্চিত। আমরা তা তুলে ধরছি।”

বিজেপি সূত্রে খবর, জাতীয় স্তর, এলাকা ভিত্তিক ও বিধানসভা ভিত্তিক তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন দলীয় নেতৃত্ব। এ দিকে, তৃণমূল উন্নয়নের তালিকা নিয়ে ময়দানে নেমেছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “রাজ্য জুড়ে ঊন্নয়ন হয়েছে। উত্তরবঙ্গেও ব্যাপক উন্নয়ন হয়েছে। তা চোখে দেখা যায়। আমরা সে কথাই বলছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP North Bengal list of deprivation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE