Advertisement
১৮ এপ্রিল ২০২৪

টিফিন বাক্স ঘিরে বোমাতঙ্ক তিস্তা সেতুতে

একটি পরিত্যক্ত টিফিন বাক্সকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল ৩১ডি জাতীয় সড়কের তিস্তা সেতুতে। সোমবার বিকেলের ঘটনা। আতঙ্কের জেরে জলপাইগুড়ি শহর লাগোয়া ব্যস্ততম জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। কড়া নিরাপত্তায় সন্ধে নাগাদ সিআইডির বম্ব স্কোয়াডের একটি দল বাক্সটি ফাটালে মেলে খিচুড়ি। জলপাইগুড়ির পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, “সেতুতে পরিত্যক্ত টিফিন বাক্স দেখার পরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।”

ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের কর্মী। —নিজস্ব চিত্র।

ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের কর্মী। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০২:১৪
Share: Save:

একটি পরিত্যক্ত টিফিন বাক্সকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল ৩১ডি জাতীয় সড়কের তিস্তা সেতুতে। সোমবার বিকেলের ঘটনা। আতঙ্কের জেরে জলপাইগুড়ি শহর লাগোয়া ব্যস্ততম জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। কড়া নিরাপত্তায় সন্ধে নাগাদ সিআইডির বম্ব স্কোয়াডের একটি দল বাক্সটি ফাটালে মেলে খিচুড়ি। জলপাইগুড়ির পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, “সেতুতে পরিত্যক্ত টিফিন বাক্স দেখার পরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।”

বিকেল তিনটা নাগাদ সেতুর মাঝামাঝি এলাকায় ফুটপাতে কালো কাগজে মোড়া টিফিন বাক্স পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী পুলিশকে খবর দেন। ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি থানার পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান। বিকেল সাড়ে তিনটা নাগাদ বালির বস্তা দিয়ে টিফিন বাক্স ঘিরে ফেলে শিলিগুড়ির সিআইডি বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণে নামানো হয় র‌্যাফ। সেতুর দুপাশে দুরপাল্লার বাস ও ট্রাকের লম্বা লাইন পড়ে। ঘটনাস্থলে যান জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর, ট্রাফিক ওসি সৈকত ভদ্র, কোতোয়ালি থানার আইসি আশিস রায় সহ পদস্থ পুলিশ কর্তারা। সেতুর মাঝামাঝি এলাকা ঘিরে ফেলা হয়। জলপাইগুড়ি থেকে আনা হয় পুলিশ কুকুর ‘মেচি’কে। কিন্তু অনেক চেষ্টার পরেও মেচি তেমন কোন ইঙ্গিত দিতে পারেনি।

এদিকে বেলা গড়াতে আতঙ্কও বাড়তে থাকে। সেতুর দুপাশে কয়েক হাজার বাস ট্রাকের দাঁড়িয়ে পড়ায় যানজটে নাকাল হতে হয় পথ চলতি মানুষকে। হেঁটে দেড় কিলোমিটার সেতু পার হয়ে যাবেন সেই পরিস্থিতিও ছিল না। বিকেল পাঁচটা নাগাদ শঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে শিলিগুড়ি সিআইডি বম্ব ডিসপোজাল স্কোয়াডের তিন সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সেতুর নিরাপত্তার জন্য ফুটপাত থেকে টিফিন বাক্সটি তুলে নদীর চরে ফেলে দেয়। এর পর থেকে ধীরে ধীরে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু ছটা নাগাদ ফের সেতুতে যান চলাচল বন্ধ করা হয়।

সিআইডি বম্ব স্কোয়াডের সদস্যরা সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ নৌকা নিয়ে নদীর চরে ঘাসের জঙ্গলে পৌঁছে যান। তাঁদের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার। বম্ব স্কোয়াডের সদস্যরা নদীর চরে বালির বস্তা দিয়ে সাদা প্লাস্টিকের টিফিন বাক্সটিকে ঘিরে ফেলে নির্দিষ্ট পোশাক পড়ে বিস্ফোরণ ঘটান। কয়েক টুকরো হয়ে যাওয়া বাক্স থেকে বেরিয়ে আসে খিচুড়ি। এর পরে হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশ কর্তারা। তাঁদের সন্দেহ চলন্ত কোনও গাড়ি থেকে ওই বাক্স পড়ে থাকতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE