Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বোনেদের মঙ্গল কামনায় ‘বোনফোঁটা’ উদযাপিত মালদহে

বোনেদের মঙ্গল কামনায় বোনফোঁটা দেওয়ার রীতি শুরু হয়েছে মালদহ জেলার ইংরেজবাজারে।

‘বোনফোঁটা’। নিজস্ব চিত্র।

‘বোনফোঁটা’। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ইংরেজবাজার শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৭:৩৮
Share: Save:

দীপাবলির পরই হয় ভাইফোঁটা। সেই উৎসব সমাজের বিভিন্ন স্তরে উদযাপনের কথা আমাদের সকলেরই জানা। কিন্তু ‘বোনফোঁটা’র কথা শুনেছেন কখনও? বিগত ২ বছর ধরে বোনেদের মঙ্গল কামনায় বোনফোঁটা দেওয়ার রীতি শুরু হয়েছে মালদহ জেলার ইংরেজবাজারে।

ভাইফোঁটা পঞ্জিকা দেখে অনুষ্ঠিত হয়। কিন্তু পঞ্জিকাতে বোনফোঁটার কোনও স্থান নেই। তাই প্রতি বছর রাস পূর্ণিমার দিন বোনেদের মঙ্গল কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করে ‘বিকালের উঠোন’ নামের একটি সংস্থা। প্রতি বছরের মতো এ বারেরও আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে ভাইফোঁটার মতোই রীতি মেনে দেওয়া হয় ফোঁটা। মেয়েরা নিজেদের উদ্যোগে বাড়ি থেকে লুচি মিষ্টি নিয়ে আসেন। এ বছরের ওই অনুষ্ঠানে ফোঁটা নিয়েছেন ইংরেজবাজারের বিদায়ী কাউন্সিলর সুমলা আগরওয়াল। উদ্যোক্তারা জানিয়েছেন, ভাইয়েদের মঙ্গল কামনার রীতি রয়েছে। তবে মেয়েরা অনেক জায়গাতেই অবহেলিত। সেই দিকে নজর রেখে বোনেদের মঙ্গল কামনায় এই বোনফোঁটার আয়োজন করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Englishbazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE