Advertisement
১৬ এপ্রিল ২০২৪

রেল পুলিশ পাকড়াও সিবিআইয়ের

রেলসুরক্ষা বাহিনী এবং আদালত সূত্র জানা গিয়েছে, যোগেনের উপর অনেক দিন থেকেই নজর রাখছিল সিবিআই।

ধৃত: অভিযুক্ত। নিজস্ব চিত্র

ধৃত: অভিযুক্ত। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
শিলিগুড়ি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ০৪:৪৮
Share: Save:

এক ট্রাকমালিকের কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নেওয়া অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হল যোগেন রাভা নামে রেল সুরক্ষা বাহিনীর এক এএসআই। ঘটনায় অভিযুক্ত আরও এক কনস্টেবল রঞ্জন সাহা পলাতক বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দু’জনেই বাগডোগরা ফাঁড়িতে কাজ করতেন। শনিবার যোগেনকে শিলিগুড়িতে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে তাঁকে ১৩ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
রেলসুরক্ষা বাহিনী এবং আদালত সূত্র জানা গিয়েছে, যোগেনের উপর অনেক দিন থেকেই নজর রাখছিল সিবিআই। গত ১৫ অক্টোবর বাডডোগরা রেলগেটে রেলের আইন ভেঙে ট্রাক চালিয়ে গেটের লোহার পাতে ধাক্কা খায় অভিযোগকারী রাকেশ লাম্বার ট্রাক। তা নিয়ে মামলাও হয়। শুনানির পর ১৪ নভেম্বর গাড়িটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। কিন্তু তার পরেও তা ছাড়ার জন্য যোগেন এবং রঞ্জন টাকা চাইছিলেন বলে অভিযোগ ওঠে।
সেই সময়ই সিবিআইয়ের কাছে খবর যায়। কলকাতা থেকে ফাঁদ পাতেন তদন্তকারীরা। যোগেনের ফোনে আড়ি পাতা হয় বলে দাবি। তার পর পাউডার মাখানো টাকা দিয়ে রাকেশকে পাঠানো হয় যোগেনের কাছে। কলকাতা থেকে শুক্রবারই শিলিগুড়ি আসেন সিবিআইয়ের অফিসারেরা। ফাঁড়ির চারপাশ ঘিরে ফেলেন তাঁরা। রাকেশ এএসআই যোগেনকে টাকা দিয়ে বের হওয়ার পরেই ফাঁড়িতে হাজির হন সিবিআইয়ের তদন্তকারীরা। রাতেই টাকা সমেত হাতেনাতে ধরা পড়েন যোগেন। তাঁর বাড়ি অসমে। সিবিআই অফিসারেরা জানান, একই দিনে যোগেনের অসমের বাড়িতেও অভিযান চালানো হয়। তবে সেখানে আপত্তিকর তেমন কিছু পাওয়া যায়নি বলে এদিন আদালতের কাছে দাবি করেন যোগেনের আইনজীবী অভিজিৎ সরকার।
এ দিন আদালতে যোগেনের আইনজীবী জানান, ট্রাক মালিকের সঙ্গে সব কথাবার্তা রঞ্জন সাহাই চালিয়েছিলেন। তাই তাঁর মক্কেল নির্দোষ, দাবি করেন তিনি। সূত্রের খবর, বিশেষ সিবিআই বিচারক গোপাল ডালমিয়া জানতে চান, কী ভাবে ওই টাকা একজন কর্তব্যরত সরকারি অফিসারের পকেটে পাওয়া গেল? আইনজীবী আদালতকে জানান, বিশ্বাস করে রঞ্জন সাহার টাকা যোগেন নিজের কাছে রেখেছিলেন মাত্র। কিন্তু তাঁর সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি আদালত।
এ দিন ঘটনাচক্রে সরকারি আইনজীবী জৈনুদ্দিন আনসারি সওয়াল করার জন্য হাজির থাকতে পারেননি। আইনজীবীরা জানান, যে হেতু সরকারি আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি এবং মামলা তদন্তের পর্যায়ে রয়েছে, তাই যোগেনের জামিনের আবেদন মঞ্জুর করা যাবে না। তাঁকে আগামী ৩০ নভেম্বর ফের আদালতে তোলার কথা। সিবিআই তদন্তকারীরা জানান, বাগডোগরা ফাঁড়ির হেড কনস্টেবল রঞ্জন সাহার বাড়ি আশিঘর এলাকায়। তবে তিনি বাড়িতে নেই। তাঁকে পলাতক বলেই জানিয়ে তাঁর খোঁজে নেমেছে সিবিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest CBI Rail Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE