Advertisement
২০ এপ্রিল ২০২৪

মোর্চার ধৃত ৩ শহরে

সিআইডি সূত্রের খবর, ধৃতদের দিল্লি থেকে কলকাতা ব্যাঙ্কশাল কোর্টে আনা হয়। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি আনা হয়েছে। বিমানবন্দর থেকে তাদের সোজা শিলিগুড়ি থানায় নিয়ে রাখা হয়েছে।

মোর্চার তিন নেতা (বাঁ দিক থেকে) ডি কে প্রধান, তিলক রোকা এবং পি টি ওলা। ফাইল চিত্র।

মোর্চার তিন নেতা (বাঁ দিক থেকে) ডি কে প্রধান, তিলক রোকা এবং পি টি ওলা। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ০২:২৫
Share: Save:

গুরগাঁও থেকে ধৃত মোর্চার কেন্দ্রীয় শীর্ষ তিন নেতাকে শিলিগুড়ি নিয়ে এলেন সিআইডি অফিসারেরা। রবিবার বিকাল ৪টে নাগাদ বিমানে ধৃতদের কলকাতা থেকে বাগডোগরা নিয়ে আসা হয়েছে। অল্পের জন্য সিআইডি অফিসারদের হাত ফসকে বার হয়ে যান, মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। ধৃত ডিকে প্রধান, তিলকচন্দ্র রোকা এবং পিটি ওলার বিরুদ্ধে ৮ জুন ভানুভবনের সামানে মিছিল থেকে গোলমাল, গাড়িতে আগুন, পুলিশকর্মীদের উপর হামলা, আগ্নেয়াস্ত্র জড়ো করার মতো একাধিক ধারায় মামলা রয়েছে। গত সপ্তাহেই এই তিন জনের সঙ্গেই রোশন গিরি, স্বরাজ থাপা’রা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দিল্লিতে দেখা করে। রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি তোলেন তাঁরা।

সিআইডি সূত্রের খবর, ধৃতদের দিল্লি থেকে কলকাতা ব্যাঙ্কশাল কোর্টে আনা হয়। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি আনা হয়েছে। বিমানবন্দর থেকে তাদের সোজা শিলিগুড়ি থানায় নিয়ে রাখা হয়েছে।

আজ, সোমবার সকাল ১১টা নাগাদ তিন জনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। এ দিন দুপুর থেকেই বিমানবন্দর চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। পুলিশ কমিশনার নীরজ কুমার সিংহও বিমানবন্দরে যান। সিআইডির এক কর্তা জানান, আজ আদালত চত্বরেও কড়া নিরাপত্তা থাকবে। পুলিশের বিভিন্ন স্তরের অফিসারেরা মোতায়েন থাকবেন। কাউকে কোনওরকম কোনও জমায়েত করতে দেওয়া হবে না। এর আগে জিটিএ-র প্রাক্তন সদস্য নরবু জি লামা, কার্শিয়াং পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা লিম্বুকে আদালতের পেশের সময় এমন কড়া পুলিশি বন্দোবস্ত রাখা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE