Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আজ ভোট নিয়ে তপ্ত বিশ্ববিদ্যালয়

আজ, সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা টিএমসিপি নেতা অভিজিৎ মুখোপাধ্যায় পাশ করে বেরিয়ে গেলেও নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে এবং হস্টেলে থেকে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ০১:৩১
Share: Save:

আজ, সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা টিএমসিপি নেতা অভিজিৎ মুখোপাধ্যায় পাশ করে বেরিয়ে গেলেও নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে এবং হস্টেলে থেকে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ।

অভিযোগ, বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়া, নানা ভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন তিনি এবং তাঁর সংগঠনের একাংশ। বিরোধী ছাত্র সংগঠনের তরফে তা নিয়ে অভিযোগ তোলা হয়েছে। নির্বাচন নিয়ে টিএমসিপি’র অন্দরে কোন্দল রয়েছে। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। প্রাক্তন সাধারণ সম্পাদকের বিরোধী গোষ্ঠীর তরফেও ক্যাম্পাসে তাঁর উপস্থিতি নিয়ে অভিযোগ তোলা হয়েছে।

তাঁদের অভিযোগ, এক সময় সাধারণ সম্পাদক হলেও এখন তিনি বহিরাগত। সে কারণে কোনও ভাবেই হস্টেলে বা ক্যাম্পাসে থেকে ভোট প্রভাবিত করতে পারেন না। অভিজিতের দাবি, ‘‘আমি প্রাক্তন সাধারণ সম্পাদক। এ বছর নির্বাচন হচ্ছে। সংগঠনের তরফে তাই আমি নির্বাচনের কাজেই ক্যাম্পাসে যাচ্ছি। তবে হস্টেলে এখন আমি থাকি না।’’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রণব ঘোষ। তিনি বলেন, ‘‘হস্টেল সুপারকে বিষয়টি জানানো হয়েছিল। সপ্তাহখানেক আগে হস্টেলে যে ঘরে ওই প্রাক্তন ছাত্র থাকত তা সিল করে দেওয়া হয়েছে। এর পর কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দেখা হবে।’’ বিরোধীদের অভিযোগ রাতে এবং দিনেও হস্টেলে ঢুকে তিনি হুমকি দিচ্ছেন।

ক্যাম্পাসে অভিজিতের ঘুরে বেড়ানো নিয়ে সরব হয়েছে ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের জেলা সভাপতি রোনাল্ড দে বলেন, ‘‘পাশ করে গেলেও কী করে তিনি ঘুরে বেড়াচ্ছেন, আমরা বুঝতে পারছি না। টিএমসিপি’র বহিরাগতরা গিয়ে হস্টেল দখল করছে। তা নিয়ে অভিযোগ জানিয়েছি। বহিরাগত হয়ে এ ভাবে হস্টেলে গিয়ে বিরোধী প্রার্থীদের হুমকি দেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttarbanga University Vote
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE