Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুরনো মাতৃযানে নয়া নম্বর, সংশয়

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, জলপাইগুড়িতে এত দিন ৬৭টি মাতৃযান চলত৷ স্থানীয়রাই এই মাতৃযানগুলি চালিয়ে আসছিলেন৷ কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে নতুন ২০টি মাতৃযান আসে৷ বিরোধের সূত্রপাত হয় তখন থেকে৷

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০৩:১২
Share: Save:

মাতৃযান নিয়ে জট কাটাতে পুরনোদের জন্য নয়া নম্বর চালুর ভাবনায় এগোচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ কিন্তু এতে আদৌ কতটা জট কাটবে তা নিয়ে সন্দেহ রয়েছে৷ কারণ, স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পুরনো মাতৃযান চালকদের ‘কল’ পেতে যাতে কোনও সমস্যা না হয় সে জন্য তাদেরকে বিএসএনএল-এর একটি নম্বর দেওয়ার ভাবনাচিন্তা চলছে৷ কিন্তু শাসকদল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, বিকল্প নম্বর হিসাবে ১০২-এর মতো মানানসই একটি টোল ফ্রি নম্বর পুরনো চালকদের দেওয়া হলে, তবেই বিষয়টি তাঁরা মানবেন৷

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, জলপাইগুড়িতে এত দিন ৬৭টি মাতৃযান চলত৷ স্থানীয়রাই এই মাতৃযানগুলি চালিয়ে আসছিলেন৷ কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে নতুন ২০টি মাতৃযান আসে৷ বিরোধের সূত্রপাত হয় তখন থেকে৷ নতুন মাতৃযানগুলি পরিচালনার দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের থেকে বরাত পাওয়া একটি সংস্থা৷ পুরনো মাতৃযান চালকরা জানিয়েছেন, এত দিন মাতৃযানের প্রয়োজন হলে প্রসূতি মা বা তাঁদের আত্মীয়রা ১০২ নম্বরে ডায়াল করতেন৷ সেই ফোন চলে যেত স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুমে৷ সেখান থেকে খবর পেয়ে মাতৃযান চালকরা ছুটে যেতেন প্রসুতি মায়েদের কাছে৷ কিন্তু তাঁদের অভিযোগ, রাজ্য থেকে নতুন মাতৃযান পাঠানোর পরই ১০২ নম্বরের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের থেকে বরাত পাওয়া সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে৷ সেখানে কেউ ফোন করলে শুধুমাত্র নতুন মাতৃযান চালকরাই সেই খবর পাচ্ছেন৷ কিন্তু নতুন মাতৃযানের সংখ্যা পুরনো মাতৃযানের থেকে অনেক কম হওয়ায় পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন প্রসুতি মায়েরা৷

আইএনটিটিইউসি-র জলপাইগুড়ি জেলা সভাপতি মিঠু মোহান্ত বলেন, ‘‘টোল ফ্রি ১০২ নম্বরটির নিয়ন্ত্রণ একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া কখনই মানা যায় না৷ এরফলেই যাবতীয় সমস্যার সূত্রপাত হয়েছে৷ আমরা স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে এর সমাধান দাবি করেছি।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনার জন্য সিএমওএইচ জগন্নাথ সরকার এই মুহূর্তে কলকাতায় রয়েছেন৷ জগন্নাথবাবু বলেন, ‘‘ওঁদের সমস্যা ও দাবির কথা রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের জানিয়েছি৷ যতদূর শুনতে পাচ্ছি পুরনো মাতৃযান চালকদের জন্য বিএসএনএল-এর নতুন একটি নম্বর দেওয়া হবে৷’’

যদিও নতুন নম্বর পেলেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে মানতে নারাজ আইএনটিটিইউসি নেতারা৷ মিঠুবাবুর সাফ কথা, ‘‘সমস্যার সমাধান তখনই সম্ভব, যখন পুরনো মাতৃযান চালকদের জন্যই ১০২ নম্বরের মানানসই একটি টোল ফ্রি নম্বর দেওয়া হবে৷’’ বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর কী সিদ্ধান্ত নেয়, এখন সে দিকেই তাকিয়ে সব মহল৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE