Advertisement
২৪ এপ্রিল ২০২৪

জমি বিবাদ, কান কামড়ে পালাল ভাই

দাদার নামে জমি করে দিচ্ছে বাবা। আঁচ পেয়ে রেজিস্ট্রি অফিস থেকে বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে আসে ছোট ছেলে। এর প্রতিবাদ করায় দাদার কানের একাংশ কামড়ে ছিঁড়ে নেওয়ারও অভিযোগ উঠল আসাদুল্লা মোমিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৬ ০২:০০
Share: Save:

দাদার নামে জমি করে দিচ্ছে বাবা। আঁচ পেয়ে রেজিস্ট্রি অফিস থেকে বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে আসে ছোট ছেলে। এর প্রতিবাদ করায় দাদার কানের একাংশ কামড়ে ছিঁড়ে নেওয়ারও অভিযোগ উঠল আসাদুল্লা মোমিন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাতে কালিয়াচক থানার শেরশাহী গ্রামের ঘটনা। আক্রান্ত আহমাদুল্লা মোমিন মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন। শনিবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহমাদুল্লা পেশায় ফেরিওয়ালা। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। কালিয়াচকের আলিপুর ২ পঞ্চায়েতের শেরশাহি গ্রামের বাসিন্দা ইনতাজ মোমিন তাঁর ছয় ছেলের মধ্যে মেজো ছেলে আহমাদুল্লার সঙ্গে থাকেন। তাঁকেই ইনতাজ নিজের তিন কাঠা জমি দিতে চান। সে কারণে ব্লক অফিসে গেলে ছোট দুই ছেলে আসাদুল্লা ও মতিউল তাঁকে তুলে নিয়ে যান, মারধরও করেন অভিযোগ। আহমাদুল্লা বাধা দিতে গেলে তাঁর কানের অংশ কামড়ে ছিঁড়ে পালায় তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Conflict Bite brother
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE