Advertisement
২৩ এপ্রিল ২০২৪

সাংসদের নাম বাদ নিয়ে বিতর্ক

ব্লক ভাওয়াইয়া অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে সাংসদ পার্থপ্রতিম রায়ের নাম না থাকা নিয়ে তৃণমূলের অন্দরে আবারও বিতর্ক শুরু হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০০:৫৭
Share: Save:

ব্লক ভাওয়াইয়া অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে সাংসদ পার্থপ্রতিম রায়ের নাম না থাকা নিয়ে তৃণমূলের অন্দরে আবারও বিতর্ক শুরু হয়েছে।

মঙ্গলবার কোচবিহার এক ব্লকের ভাওয়াইয়া অনুষ্ঠান শুরু হয় নাককাটিতে। ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এর পরেই তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে, কাকা-ভাইপোর বিরোধের ছাপ কি ওই অনুষ্ঠানেও পড়েছে? দুই নেতার দ্বন্দ্বেই কি সাংসদের নাম বাদ দেওয়া হল কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিষয়টি নিয়ে কাকা-ভাইপো কেউ অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। রবীন্দ্রনাথবাবু জানিয়ে দেন, ওই অনুষ্ঠানে তিনি উদ্বোধক ছিলেন। তিনি বলেন, “ভাওয়াইয়া সঙ্গীতের প্রতি একটা আলাদা ভালবাসা রয়েছে। এই অঞ্চলের মানুষ ওই গান ভালবাসেন। এই গানের সঙ্গে জেলার মাটির সম্পর্ক রয়েছে। অনেক গান হারিয়ে গেলেও এই গান হারায় না।” তবে ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে, কার নাম রয়েছে বা নেই তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। সাংসদ পার্থবাবু বলেন, “ওই অনুষ্ঠানের বিষয়ে আমার কিছু জানা নেই।”

অনুষ্ঠানের আয়োজক কোচবিহার এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি। ওই সমিতির সভাপতি চন্দ্রকান্ত রায় রবীন্দ্রনাথবাবুর ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত। তিনি বলেন, “আমরা সবাই কলকাতায় ছিলাম। তাঁর মধ্যেই আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে। ভুল করে সাংসদের নাম বাদ চলে গিয়েছে। এ জন্য আমি নিজে সাংসদের সঙ্গে দেখা করে দুঃখপ্রকাশ করব। এর মধ্যে অন্য কোনও দ্বন্দ্বের ব্যাপার নেই।”

এ বছর রাজ্য ভাওয়াইয়া অনুষ্ঠান হবে ধূপগুড়িতে। ওই অনুষ্ঠানের জন্য কমিটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সেখানে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণকে চেয়ারম্যান করে ১৪ জনের কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে কোচবিহারের বিধায়ক হিতেন বর্মণ, অর্ঘ্যরায় প্রধানের নাম থাকলেও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও কোচবিহারের সাংসদের নাম নেই। দলীয় সূত্রের খবর, জেলায় গোষ্ঠীকোন্দলের জেরে এবারে ওই দু’জনের কাউকে-ই ওই কমিটিতে রাখা হয়নি। যদিও জেলা তৃণমূলের দুই তরফের নেতা-কর্মীরা কেউ-ই সেকথা মানতে চান না। এক তৃণমূল নেতার কথায়, “তেমন কোনও বিষয় নেই। অন্য জেলায় অনুষ্ঠান। হিসেব করেই ওই কমিটির সদস্য তৈরি করা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC MP তৃণমূল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE