Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus in North Bengal

সংক্রমণে মৃত আড়াই মাসের শিশু, ছিল জটিল অসুখও

সূত্রের খবর, ওই শিশুর আগে থেকেই রক্তের সংক্রমণ ছিল। তার চিকিৎসা চলছি আলিপুরদুয়ারের হাসপাতা

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ০৬:০৫
Share: Save:

করোনার সংক্রমণ নিয়ে আড়াই মাসের এক শিশুর মৃত্যু হল শিলিগুড়িতে। রবিবার উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর বাড়ি আলিপুরদুয়ারের উমাচরণপুরে।

সূত্রের খবর, ওই শিশুর আগে থেকেই রক্তের সংক্রমণ ছিল। তার চিকিৎসা চলছি আলিপুরদুয়ারের হাসপাতালে। সেখানে করোনা সংক্রমণ ধরা পড়ার পরে শিশুকে মাটিগাড়ার কোভিড হাসাপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে শিশুর চিকিৎসার সেরকম পরিকাঠামো না থাকায় উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে চিকিৎসককে বারবার যেতে হচ্ছিল। শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে প্রতি মুহূর্তে নজরদারির প্রয়োজন হয়ে পড়ে। সেই কারণে তাকে উত্তরবঙ্গ মে়ডিক্যালে শিশু বিভাগে বিশেষ আইসোলেশনে নিয়ে আসা হয়েছিল দিন তিনেক আগে। সেখানেই এ দিন মারা যায় ওই শিশু।

স্বাস্থ্য দফতরের একাংশের দাবি, তাঁরা এর আগে রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে এত ছোট শিশুর মৃত্যুর ঘটনা শোনেননি। তবে ওই শিশুর আগে থেকেই জটিল অসুখ ছিল।

করোনার থাবা

জেলা আক্রান্ত* সুস্থ

কোচবিহার ১৮২০ ১৫০৬

আলিপুরদুয়ার ৯৮১ ৪৯৮

জলপাইগুড়ি ২৭৯৩ ২০৮৫

দার্জিলিং ৪৪২০ ৩৩৮৮

কালিম্পং ৪০২ ২৭৫

উত্তর দিনাজপুর ২০১১ ১৬০৬

দক্ষিণ দিনাজপুর ৩২৪৪ ২১০৪

মালদহ ৪০৫৬ ২৫৩০

মোট ১৯৭২৭ ১৩৯৯২

*২৩ অগস্ট রাত পর্যন্ত

জেলা আক্রান্ত* সুস্থ

কোচবিহার ১৮২০ ১৫০৬

আলিপুরদুয়ার ৯৮১ ৪৯৮

জলপাইগুড়ি ২৭৯৩ ২০৮৫

দার্জিলিং ৪৪২০ ৩৩৮৮

কালিম্পং ৪০২ ২৭৫

উত্তর দিনাজপুর ২০১১ ১৬০৬

দক্ষিণ দিনাজপুর ৩২৪৪ ২১০৪

মালদহ ৪০৫৬ ২৫৩০

মোট ১৯৭২৭ ১৩৯৯২

*২৩ অগস্ট রাত পর্যন্ত

ওই শিশু ছাড়া করোনার সংক্রমণ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে শিলিগুড়িতে। এ দিন ভোর রাতে কাওয়াখালির কোভিড হাসপাতালে মারা যান শিলিগুড়ির রানিডাঙার বাসিন্দা ৫৮ বছরের এক মহিলা। মাটিগাড়ার কোভিড হাসপাতালে শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত মারা যান ৩ জন। সেখানে শনিবার সন্ধ্যায় মারা যান কালিম্পঙের বাসিন্দা ৭০ বছরের এক ব্যক্তি। এ দিন ভোরে মারা গিয়েছেন শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের এক মহিলা, বয়স ৭৪ বছর। সন্ধ্যায় মারা গিয়েছেন দার্জিলিঙের বাসিন্দা এক মহিলা। দার্জিলিঙের চাঁদমারির ৪২ বছরের এক মহিলা এ দিন দার্জিলিং জেলা হাসপাতালে মারা গিয়েছেন। মৃত্যুর পরে তাঁর সংক্রমণ ধরা পড়েছে।

রবিবার শিলিগুড়ি পুর এলাকায়, নতুন আক্রান্ত ৪৭ জন। পুর এলাকা ছাড়া শিলিগুড়ি মহকুমা ও দার্জিলিং জেলার পাহাড়ে নতুন করে আরও ৪০ জনের শরীরে সংক্রমণ মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in North Bengal Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE