Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রেলের আশ্বাস দেবশ্রীর

সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পালের বক্তব্য, কেন্দ্রে বিজেপি সরকারের রাজনৈতিক বিরোধিতার জেরে সাংসদ থাকাকালীন মহম্মদ সেলিম রাধিকাপুর থেকে কলকাতাগামী সকাল বেলার ট্রেন চালু করতে পারেননি।

নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী

নিজস্ব সংবাদদাতা 
রায়গঞ্জ শেষ আপডেট: ০২ জুন ২০১৯ ০১:৩০
Share: Save:

রায়গঞ্জ মহকুমা থেকে দিনের বেলায় কলকাতাগামী ট্রেন নেই। দীর্ঘ দিন ধরে রাধিকাপুর স্টেশন থেকে সকাল বেলার কলকাতাগামী ট্রেন চালুর দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আন্দোলন করছে। ডালখোলা, বিহারের বারসই ও কিসানগঞ্জ স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপের দাবিতেও আন্দোলন চলছে। এই অবস্থায় শনিবারই কলকাতায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের নতুন প্রতিমন্ত্রী রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী দাবি করেন, রায়গঞ্জে রেল পরিষেবার হাল খুব খারাপ। রবিবার তিনি দিল্লি গিয়ে রেলমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে এই নিয়ে কথা বলবেন। ফলে রেলের উন্নয়ন নিয়ে আশায় বুক বেঁধেছেন বাসিন্দারা।

দেবশ্রীর ওই বক্তব্য জানার পরে জেলা তৃণমূল সভাপতি তথা লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘রায়গঞ্জের নয়া সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জেলায় রেল পরিষেবার উন্নয়ন করতে পারলে ভালই হবে। কিন্তু তিনি সেই কাজ কতটা করতে পারবেন তা নিয়ে আমাদের সংশয় রয়েছে। কারণ, এর আগে রায়গঞ্জের সিপিএম সাংসদও একই কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারেননি।’’

সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পালের বক্তব্য, কেন্দ্রে বিজেপি সরকারের রাজনৈতিক বিরোধিতার জেরে সাংসদ থাকাকালীন মহম্মদ সেলিম রাধিকাপুর থেকে কলকাতাগামী সকাল বেলার ট্রেন চালু করতে পারেননি। একই কারণে, ডালখোলা, বারসই ও কিসানগঞ্জ স্টেশনেও দেশের বিভিন্ন রাজ্যগামী দূরপাল্লার ট্রেনের স্টপের ব্যবস্থাও করা যায়নি।

বিজেপির জেলা সভাপতি নির্মল দামের বক্তব্য, জনসমর্থনহীন তৃণমূল ও সিপিএম কী বলছে, তা নিয়ে দলের কিছু বলার নেই। তবে কেন্দ্রে বিজেপি ক্ষমতায়। রায়গঞ্জের দলীয় সাংসদই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। ফলে এ বারে জেলায় রেলের সার্বিক উন্নয়ন হবে।

রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক ভীমনারায়ণ মিত্রের দাবি, রায়গঞ্জ মহকুমার বাসিন্দারা দিনের বেলায় কলকাতা যেতে দুর্ভোগে পড়েন। ডালখোলা, বারসই ও কিসানগঞ্জ স্টেশনে দূরপাল্লার ট্রেনের স্টপ না থাকায় চিকিৎসার জন্য অসুস্থ বাসিন্দাদের মালদহ ও কলকাতায় গিয়ে মুম্বই, হায়দরাবাদ, চেন্নাইয়ের ট্রেন ধরতে হয়। নয়া কেন্দ্রীয় মন্ত্রী এ সব সমস্যার সমাধান করতে পারলে জেলাবাসী উপকৃত হবেন বলে জানান বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Debasree Chaudhuri Train BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE