Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মিলেছে ডেঙ্গির জীবাণু

জেলায় মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গির উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১২৩৭ জন। এর মধ্যে ৮১ জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে বলে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানিয়েছেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০৫:০২
Share: Save:

জেলায় মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গির উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ১২৩৭ জন। এর মধ্যে ৮১ জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে বলে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানিয়েছেন। ডেঙ্গি আক্রান্ত এই ৮১ জনের মধ্যে ৩১ জনই জলপাইগুড়ি জেলার সেই অংশের বাসিন্দা যেটা শিলিগুড়ি পুরনিগমের অধীনে রয়েছে।

জলপাইগুড়ি পুর এলাকায় এ দিন পর্যন্ত ৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এছাড়াও জলপাইগুড়ি সদর ব্লকে ১০, রাজগঞ্জ ব্লকে ১৭, মাল ব্লকে ৯, ধূপগুড়ি ব্লকে ৩, ময়নাগুড়ি ব্লকে ৩ এবং মেটেলি ব্লকে ২ জনের রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে।

মঙ্গলবার পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ১৭৮৭২৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন, ‘‘জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ১৭ জন। এর মধ্যে প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৩ জন। এছাড়াও প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সে আক্রান্ত হয়েছেন ১৩ জন। আর একজনের রক্তে এই দুই ম্যালেরিয়ার জীবাণু মিলেছে। যা খুবই কম দেখা যায়। ওই ব্যক্তি ময়নাগুড়ি ব্লকের বাসিন্দা।’’ যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, এখনও পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ডেঙ্গি বা ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে কোনও মৃত্যুর সংবাদ নেই। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এ দিনও জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশু সহ অসংখ্য রোগীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে।

এছাড়াও শহর ও শহরতলির একাধিক চিকিৎসকদের কাছেও জ্বরে আক্রান্ত রোগীদের ভিড় পাল্লা দিয়ে বাড়ছে বলে জানাচ্ছেন শহরের বাসিন্দারাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue ডেঙ্গি Mosquito
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE