Advertisement
২০ এপ্রিল ২০২৪

দিনরাতে ফারাক থাকছে পারদে

কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের সিকিমের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, ‘‘ঝঞ্ঝার অবস্থান থাকলেও তা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফের শক্তি সঞ্চিত হলে ঝড়বৃষ্টি হতে পারে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৯ ০৬:৩৩
Share: Save:

পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হয়ে পড়ায় দার্জিলিং পাহাড় ও সিকিমে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা কমেছে। কিন্তু, উত্তর সিকিমের উঁচু এলাকায় তুষারপাত চলছেই। সিকিমের বাকি এলাকা, দার্জিলিঙের আবহাওয়া মঙ্গলবার ছিল শুষ্ক। তবে তাপমাত্রা দিনের বেলায় ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘুরেছে। সান্দাকফু, টাইগার হিলে রাতের তাপমাত্রার যথাক্রমে ২ এবং ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ইতিমধ্যে সোমবার রাত ৯টা নাগাদ সিকিমে খুবই হালকা ভূমিকম্প হয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের সিকিমের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, ‘‘ঝঞ্ঝার অবস্থান থাকলেও তা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফের শক্তি সঞ্চিত হলে ঝড়বৃষ্টি হতে পারে। তখন তুষারপাতও হতে পারে বিস্তীর্ণ পাহাড়ি এলাকায়। তবে দুর্বল হয়ে ঝঞ্ঝা মিলিয়ে গেলে শুধু উত্তর সিকিমের অপেক্ষাকৃত উঁচু এলাকাতেই শুধু তুষারপাত হবে।’’ তিনি জানান, সোমবার রাত সওয়া ৯টা নাগাদ দক্ষিণ সিকিমে ভূমিকম্প অনুভূত হয়। তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩-এর কাছাকাছি। দক্ষিণ সিকিম থেকে আরও ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎস বলে কেন্দ্রীয় আবহাওয়া মন্ত্রকের সিকিম শাখা জানিয়েছে। এ দিন শিলিগুড়ি-জলপাইগুড়িতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। রাতে অবশ্য তা নেমে ১২ ডিগ্রি সেলসিয়াসে চলে যায়।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নাক-কান-গলা বিভাগের সহকারী বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতো বলেন, ‘‘দিনের গরম লাগছে বলে হালকা পোশাক পরছেন অনেকে। বেলা গড়াতেই ঠাণ্ডা পড়ছে। দ্রুত শীতল হচ্ছে আবহাওয়া। ফলে, বিভিন্ন রকম সংক্রমণের আশঙ্কাও বাড়ে এই সময়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Siliguri Environment Weather
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE