Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভোটের আগে অনন্তের সঙ্গে সাক্ষাৎ দিলীপের

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সুপ্রিমো অনন্ত রায়ের (মহারাজ) সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কোচবিহারে নির্বাচনী প্রচারে দিলীপ ঘোষ। — নিজস্ব চিত্র

কোচবিহারে নির্বাচনী প্রচারে দিলীপ ঘোষ। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ০২:০৫
Share: Save:

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সুপ্রিমো অনন্ত রায়ের (মহারাজ) সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দিলীপবাবু নিজেই ট্যুইট করে অনন্তবাবুর সঙ্গে দেখা করার কথা জানান। ট্যুইটে তিনি লিখেছেন, অনন্ত মহারাজের সঙ্গে তার প্রাসাদে সন্তোষজনক বৈঠক হয়েছে। তিনি কোচবিহারের উপনির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। এ দিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপবাবু ওই ব্যাপারে বলেন, “অনন্ত মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।” এ দিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপবাবু কোচবিহারে প্রাতঃভ্রমণে বেরিয়ে ভোট প্রচারও করেন। দল সূত্রের খবর, হোটেল থেকে বেরিয়ে সাগরদিঘির পাড়, এন এন পার্ক প্রভৃতি এলাকায় তিনি প্রচার করেন।

দলীয় সূত্রের খবর, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অনন্ত রায় গোষ্ঠীর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা নতুন নয়। গত বিধানসভা নির্বাচনের মুখে ডুয়ার্সে নরেন্দ্র মোদীর জনসভাতেও গ্রেটারের ওই গোষ্ঠীর সমর্থকেরা যোগ দিয়েছিলেন। খোদ অনন্তবাবুও ওই সভায় উপস্থিত ছিলেন। এ বার কোচবিহার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের মুখে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের অন্য গোষ্ঠীর সম্পাদক বংশীবদন বর্মন সরাসরি তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেন। তার জেরেই অনন্তবাবুদের পাশে রাখতে বাড়তি তৎপরতা শুরু হয় বিজেপির অন্দরে। এর জেরেই উপনির্বাচনের প্রচারে এসে বৃহস্পতিবার কোচবিহারের চকচকায় অনন্তবাবুর বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি। দলের অন্দরের খবর, উপনির্বাচনে তৃণমূলকে কড়া বার্তা দেওয়ার ব্যাপারে আলোচনা হয়। দলের এক নেতার কথায়, নারায়ণী সেনা নামে স্বেচ্ছাসেবী বাহিনী গঠনকে কেন্দ্র করে তৃণমূল সরকারের প্রশাসনের সঙ্গে কিছুদিন আগেই অনন্তবাবুদের বিরোধ প্রকাশ্যে এসেছে। সবকিছুর ভিত্তিতেই বিজেপির পালে সমর্থনের আঁচ ছিলই। চকচকায় রাজ্য সভাপতি সৌজন্য সাক্ষাৎ করায় সেটা আরও নিশ্চিত হয়েছে।

এ দিন বিকেলে কোচবিহারে দলের রাজ্য সহ সভাপতি জহর মজুমদার সাংবাদিক বৈঠক করেন। জহরবাবু বলেন, “কেন্দ্রীয় সরকারের উন্নয়ন কাজের নিরিখে ওরা (অনন্ত মহারাজ গোষ্ঠী) সমর্থন করবেন।” গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্তবাবু বলেন, “আমরা কোনও দল বা নেতার বিরুদ্ধে নই। যাঁরা দিল্লিতে ক্ষমতায় রয়েছে আমরা তাদের সমর্থন করছি। তৃণমূল যদি ওই জায়গায় থাকত তাহলে ওদেরও করা হত। কারণ আমাদের দাবির বিষয়গুলি কেন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত।” বিজেপির কোচবিহার জেলা সভাপতি নিখিলরঞ্জন দে বলেন, “অনন্তবাবুরা সমর্থন করছেন। দলের প্রার্থীর জন্য তাঁরা প্রচারও করবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh Ananta Roy Coochbehar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE