Advertisement
২০ এপ্রিল ২০২৪

৩ প্রকল্প চালু করতে আর্জি রাজ্যের কাছে

জেলা স্বাস্থ্য দফতরের দাবি, চলতি মাসের শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে। তার পরে নির্বাচন বিধির জেরে স্টোররুম ভবন, ট্রমা কেয়ার ইউনিট ও প্রসবকেন্দ্র চালুর কাজ আটকে যাবে। তাই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অনিশ্চিত ধরে নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে লিখিত আবেদনের মাধ্যমে দ্রুত সেগুলি উদ্বোধন করে চালু করে দেওয়ার অনুমতি চেয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

নবান্ন।—ফাইল চিত্র।

নবান্ন।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১১
Share: Save:

জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নবান্ন থেকে এই বার্তা দেওয়া হয়েছিল উত্তর দিনাজপুরে জেলা প্রশাসনকে। জানুয়ারির গোড়ায় জেলা প্রশাসন মারফত সেই বার্তা পেয়ে জেলা স্বাস্থ্য দফতর বৈঠকে মুখ্যমন্ত্রীকে দিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় স্টোররুম ভবন, ইসলামপুরে ট্রমা কেয়ার ইউনিট ও গোয়ালপোখর ১ ব্লকে গোয়াগাঁও এলাকায় প্রসবকেন্দ্র উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, চলতি মাসে মুখ্যমন্ত্রী আদৌ জেলায় প্রশাসনিক বৈঠকে আসবেন কিনা, সে বিষয়ে এখনও নবান্ন থেকে চূড়ান্ত কোনও বার্তা মেলেনি। এই পরিস্থিতিতে বৈঠক অনিশ্চিত ধরে নিয়ে স্টোররুম ভবন, ট্রমা কেয়ার ইউনিট ও প্রসবকেন্দ্র উদ্বোধন ও চালু করার অনুমতি চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন পাঠিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। এক সপ্তাহ আগে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের কাছে লিখিত ভাবে ওই আবেদন পাঠান।

জেলা স্বাস্থ্য দফতরের দাবি, চলতি মাসের শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে। তার পরে নির্বাচন বিধির জেরে স্টোররুম ভবন, ট্রমা কেয়ার ইউনিট ও প্রসবকেন্দ্র চালুর কাজ আটকে যাবে। তাই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অনিশ্চিত ধরে নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে লিখিত আবেদনের মাধ্যমে দ্রুত সেগুলি উদ্বোধন করে চালু করে দেওয়ার অনুমতি চেয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশবাবুর বক্তব্য, রাজ্য স্বাস্থ্য দফতর দ্রুত সেই অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে। অনুমতি মিললেই জেলা প্রশাসনের আধিকারিক বা স্থানীয় মন্ত্রী ও বিধায়কদের দিয়ে সেগুলি উদ্বোধন করে চালু করে দেওয়া হবে।

প্রায় দু’বছর আগে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রায় দু’কোটি টাকা বরাদ্দে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় জেলা স্বাস্থ্য দফতরের স্টোররুম ভবন তৈরির কাজ শুরু হয়। গত ডিসেম্বরে সেই কাজ শেষ হয়। জেলা স্বাস্থ্য দফতর ওই দোতলা ওই ভবনের ১০টি ঘরে বিভিন্ন ওষুধ ও ভ্যাকসিন মজুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী যা জেলার নয়টি ব্লকের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হবে। অন্য দিকে, ২০১৪ সালে রাজ্য স্বাস্থ্য দফতরের প্রায় দেড় কোটি টাকা বরাদ্দে ইসলামপুর মহকুমা হাসপাতালে ১০ শয্যার ট্রমা কেয়ার ইউনিট তৈরির কাজ শেষ হয়। দু’বছর আগে ওই ইউনিটের কাজ শেষ হলেও চিকিৎসক ও নার্সের অভাবে এতদিন সেটি চালু করা সম্ভব হয়নি বলে স্বাস্থ্য দফতরের দাবি। সম্প্রতি তা চালু করার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর চারজন চিকিৎসক ও ২৬ জন নার্স নিয়োগ করে। পাশাপাশি, এক বছর আগে রাজ্য স্বাস্থ্য দফতর প্রায় ৮০ লক্ষ টাকা বরাদ্দে গোয়াগাঁও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন করে সেখানে ১০ শয্যার প্রসবকেন্দ্র তৈরির কাজ শুরু হয়। জানুয়ারিতে সেই কাজ শেষ হয়। এরপরেই রাজ্য স্বাস্থ্য দফতর ওই কেন্দ্রের জন্য দু’জন চিকিৎসক ও পাঁচজন নার্স নিয়োগ করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Administrative Meeting Mamata Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE